দুই রাষ্ট্র প্রধানের নেতৃত্বে ও জনগণের ঘন আদান-প্রদানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে চীন-রাশিয়া সম্পর্ক
  2018-09-14 14:33:47  cri
সেপ্টেম্বর ১৪: সদ্যসমাপ্ত চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪ মাসের মধ্যে তৃতীয়বারের মতো বৈঠকে মিলিত হন। চীন-রাশিয়া শীর্ষ নেতাদের ঘন যোগাযোগ ইতোমধ্যেই দু'দেশের সম্পর্কোন্নয়নের স্পষ্ট লক্ষণে পরিণত হয়েছে। সাম্প্রতিক ৫ বছরে সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন ২০ বারেরও বেশি বার বৈঠকে মিলিত হয়েছেন, তাতে দেশ দু'টির নিজ নিজ কূটনৈতিক নীতিতে দু'দেশের সম্পর্কের অগ্রাধিকার অবস্থা দেখা দিয়েছে। সিআরআইয়ের আজ (শুক্রবার) প্রকাশিত এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

বর্তমানে চীন-রাশিয়া নেতাদের কৌশলগত নেতৃত্ব দু'দেশের সম্পর্কের গভীরতর উন্নয়নের প্রবল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। দু'দেশের নেতারা ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্কের আরও উন্নয়নের জন্য কার্যক্রম তৈরি করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দু'নেতার নেতৃত্ব ও ইতিবাচক দিক-নির্দেশনায় চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সমন্বিত অংশীদারিত্বের সম্পর্ক উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। দু'দেশ বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো, মহাকাশসহ নানা ক্ষেত্রে ব্যাপক পরিমাণ প্রকল্পে সহযোগিতা জোরদার করেছে।

দু'নেতার নেতৃত্বে চীন-রাশিয়া মৈত্রীর সামাজিক ও জনমত ভিত্তি আরও দৃঢ় হয়েছে। দু'দেশে পারস্পরিক রাষ্ট্র বর্ষ, ভাষা বর্ষ, পর্যটন বর্ষ এবং যুব মৈত্রী বর্ষ, গণমাধ্যম বর্ষসহ নানা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। চীন ও রাশিয়ার জনগণের ঘন আদান-প্রদানের মাধ্যমে দু'দেশের জানাশোনা গভীরতর হয়েছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040