অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা অবনতি হচ্ছে: জাতিসংঘ প্রতিবেদন
  2018-09-14 13:48:50  cri

সেপ্টেম্বর ১৪: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। কৃষি খাতে ১১ শতাংশ আর্থিক হ্রাস হয়েছে এবং বেকারত্বের হার ২৭ শতাংশ ছাড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অর্থনৈতিক অবনতির কারণে ফিলিস্তিনে শ্রমিকদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ১৯ শতাংশ। ৩০ বছর বয়সের কম ফিলিস্তিনের অর্ধেক যুবক বেকার।

প্রতিবেদনে আরও বলা হয়, দখলদার দেশের নিষেধাজ্ঞার কারণে অধিকৃত ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে। আর্থিক ত্রাণ কমে যাওয়া, গাজা অঞ্চলে পুনর্নির্মাণ বন্ধ রাখা এবং ঋণ বৃদ্ধির কারণে ফিলিস্তিনের ভবিষ্যত আরও নিরাশার দিকে যাচ্ছে। তা ছাড়া, দখলদার দেশ অব্যাহতভাবে ফিলিস্তিনের জমি ও প্রাকৃতিক সম্পদ দখল করে আসছে, যা ফিলিস্তিনের অর্থনীতির উপরে নেতিবাচক প্রভাব ফেলছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040