আন্তর্জাতিক সমাজে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠ শোনাতে সাহায্য করেছে চীন: ৭৭জি চেয়ারম্যান
  2018-09-14 13:45:51  cri

সেপ্টেম্বর ১৪: চীন ৭৭-জি গোষ্ঠীকে সমর্থন করে এবং আন্তর্জাতিক বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠ শোনানোর ক্ষেত্রে চীন সাহায্য করে আসছে বলে জানিয়েছেন ৭৭-জি গোষ্ঠীর ভিয়েনা শাখার চেয়ারম্যান কার্লোস জাটিভা। সম্প্রতি ৭৭-জি গোষ্ঠীর ভিয়েনা শাখা কার্যালয় প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ-কথা বলেন।

চেয়ারম্যান জাটিভা বলেন, ৭৭জি গোষ্ঠী গঠিত হওয়ার পর থেকে বিশ্ব রাজনীতির অনেক পরিবর্তন হয়েছে। চীন এখন আন্তর্জাতিক বিষয়ে ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীন ৭৭জি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের সমর্থনের কারণে ৭৭জি গোষ্ঠীর মতামতও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে জেনিভায় ৭৭জি গোষ্ঠী গঠিত হয়। ৭৭জি গোষ্ঠী হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040