আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সংস্কার নিয়ে ওয়াং ই'র বক্তব্য
  2018-09-14 11:25:35  cri
সেপ্টেম্বর ১৪: গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভিস। বৈঠকের পর তাঁরা সাংবাদিক সম্মেলন করেন। এ সময় আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলেন ওয়াং ই।

সংশ্লিষ্ট সংবাদদাতার প্রশ্নের জবাবে ফ্রান্স সম্পর্কে ওয়াং ই বলেন, ফ্রান্স সবসময় বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ শক্তি। এতে ফ্রান্সের বিভিন্ন রকম চেষ্টার ভূয়সী প্রশংসা করে চীন।

তিনি বলেন, চলমান আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা কিছু সন্দেহ ও আঘাত পেয়েছে। এতে চীনের অবস্থান খুবই স্পষ্ট। অবাধ বাণিজ্যের ধারণা রক্ষা করতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষবাদ ব্যবস্থা জোরদার হওয়া উচিত। কারণ এটি বিশ্বের বিভিন্ন দেশের সামষ্টিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সঙ্গে জড়িত। এটিও সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মতৈক্য। সেই সঙ্গে, চলমান আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা সুসংহত নয়। এ অবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রয়োজনীয় সংস্কারকে সমর্থন করে চীন। এই প্রক্রিয়ায় তিনটি বিষয় মেনে চলতে হবে বলে চীন মনে করে। এগুলো হলো, ডাব্লিউটিও'র প্রধান ভূমিকা ও মৌলিক নিয়মে ছাড় না-দেওয়া; উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য ও বৈধ স্বার্থ রক্ষা করা এবং সংলাপের মাধ্যমে মতৈক্যের পদ্ধতিতে অবিচল থাকা।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040