ইরানের পরমাণু চুক্তি রক্ষায় অবিচল থাকবে বেইজিং: চীনা প্রতিনিধি
  2018-09-14 10:20:21  cri
সেপ্টেম্বর ১৪: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সম্মেলনে বিভিন্ন পক্ষকে ইরানের পরমাণু চুক্তি রক্ষার আহ্বান জানিয়েছেন চীনা প্রতিনিধি। ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের নতুন স্থায়ী প্রতিনিধি ওয়াং ছুন গত বুধবার এ আহ্বান জানান।

ওয়াং বলেন, ইরানের পরমাণু চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত বহুপক্ষীয় চুক্তি এবং এর অনুশীলন থেকে কার্যকারিতা বোঝা যায়। চুক্তির প্রতি সমর্থন দেওয়ার কথা উল্লেখ করে ওয়াং বলেন, জুলাই মাসে ইরানের পরমাণুসংক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে চুক্তি কার্যকর করা ও একতরফাভাবে শাস্তি আরোপের বিরোধিতা করা উচিত। চীন দৃঢ়ভাবে এ চুক্তি সংরক্ষণ ও সমর্থন করবে এবং একতরফা শাস্তিসহ অগঠনমূলক আচরণ বন্ধ করা হবে বলে আশা করে; যাতে আঞ্চলিক উত্তেজনাময় পরিস্থিতি ও গুরুতর ক্ষতি এড়ানো যায়।

ওয়াং আরো বলেন, আইএইএ এবং ইরানের মধ্যে সুষ্ঠু যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখা এবং ইরানের পরমাণু চুক্তি মেনে চলা সম্পর্কিত প্রতিবেদন জমা দেওয়াকে স্বাগত জানায় বেইজিং। ইরান অব্যাহতভাবে নিজ দায়িত্ব পালন করে বিভিন্ন পক্ষের সঙ্গে সহযোগিতা করবে বলে আশা করে চীন।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040