রাশিয়ায় চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে সি চিন পিং'র অংশগ্রহণ নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
রাশিয়ায় চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে সি চিন পিং'র অংশগ্রহণ নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
  2018-09-13 18:40:27  cri
সেপ্টেম্বর ১৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাশিয়ায় চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করেন। এ সফর শেষে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের সামনে সফরের বিস্তারিত তুলে ধরেন।

ওয়াং ই বলেন, সেপ্টেম্বর মাস থেকেই চীনের কূটনৈতিক ইভেন্টের চমত্কার দৃশ্য দেখা দিয়েছে। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সি চিন পিং রাশিয়ায় চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতে যান। ভ্লাদিভস্তকে সি চিন পিং ১০টিরও বেশি অনুষ্ঠানে অংশ নেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাষ্ট্র প্রধানদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন। সি চিন পিং'র এ সফর চীন-রাশিয়া সম্পর্কে নতুন চালিকাশক্তি যুগিয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কে নতুন পরিবেশ সৃষ্টি করেছে।

ওয়াং ই বলেন, এবারের সফরে আস্থা বাড়ানো, মৈত্রী বৃদ্ধি, সহযোগিতা জোরদার এবং সমন্বিত অর্জন অর্জিত হয়েছে। সফরের মাধ্যমে চীন-রাশিয়া রাষ্ট্র প্রধানদের যোগাযোগ ঘনিষ্ঠ হয়েছে এবং কৌশলগত সহযোগিতার মান বৃদ্ধি পেয়েছে; দু'দেশের প্রজন্ম থেকে প্রজন্মের মৈত্রী অব্যাহত রাখা হয়েছে এবং জনসাধারণের মধ্যে যোগাযোগ জোরদার হয়েছে; চীন ও রাশিয়ার অভিন্ন স্বার্থ বাড়ানো হয়েছে এবং স্থানীয় সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে; আঞ্চলিক সহযোগিতার দিক-নির্দেশনা দিয়েছে এবং উভয়ের উপকারিতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040