মার্কিন সরকারের অতিরিক্ত শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ক্যাম্পেইন চালাবে 'আমেরিকানস ফর ফ্রি ট্রেড'
  2018-09-13 18:15:56  cri

সেপ্টেম্বর ১৩: ৮০টিরও বেশি মার্কিন শিল্প সমিতি গতকাল (বুধবার) 'আমেরিকানস ফর ফ্রি ট্রেড' নামে একটি জোট প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। এই জোট দেশটির 'ফারমার্স ফর ফ্রি ট্রেড' জোটের সঙ্গে আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন সরকারের অতিরিক্ত শুল্ক আরোপের বিরুদ্ধে দেশব্যাপী ক্যাম্পেইন চালাবে।

'ট্যারিফস হার্ট দ্য হার্টল্যান্ড' নামে এ ক্যাম্পেইনে খরচ হবে কয়েক মিলিয়ন মার্কিন ডলার। ক্যাম্পেইনে ডিজিটাল বিজ্ঞাপন ও সামাজিক মাধ্যমসহ নানা পদ্ধতিতে মার্কিন কোম্পানি, কৃষক, শ্রমিক ও পরিবারের ওপর অতিরিক্ত শুল্কের আঘাত তুলে ধরা হবে।

৮০টি সমিতির মধ্যে রয়েছে মৎস্য, জ্বালানি, পোশাক, খুচরা, রাসায়নিক, যন্ত্রপাতি উত্পাদনসহ আরো অনেক শিল্প। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040