প্রথমবারের মতো চীনে উদযাপিত হচ্ছে 'ওয়ার্ল্ড ক্লিনআপ ডে', 'আবর্জনা কুড়ান' অভিযান জনসাধারণের দৃষ্টি কেড়েছে
  2018-09-13 15:52:42  cri
সেপ্টেম্বর ১৩: ১৫ সেপ্টেম্বর 'ওয়ার্ল্ড ক্লিনআপ ডে'। চলতি বছর চীনে প্রথমবারের মতো এ দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে চীনে 'আবর্জনা পরিষ্কার' অভিযান চালানো হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে আবর্জনার পরিস্থিতি নিয়ে জনসাধারণকে সচেতন করা।

এ অনুষ্ঠানে আবর্জনার ওপর নজর রাখা প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনসাধারণকে সচেতন করেন। তারা 'আবর্জনা দেখে কুড়ান, আবর্জনা কমান' এ স্লোগান নিয়ে টেকসই জীবন-যাপন করার উদ্যোগ উত্থাপন করেন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040