'জাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবস' পালিত
  2018-09-13 13:26:31  cri
সেপ্টেম্বর ১৩: গতকাল (বুধবার) 'জাতিসংঘ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবস' পালিত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিটি (ইএসসিএপি)'র ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাতিসংঘের ইএসসিএপি, জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কার্যালয় ও থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে। 'বুয়েনস আয়ারস্ কার্যক্রম' গৃহীত হওয়ার ৪০তম বার্ষিকীতে এ দিবস পালিত হয়।

জাতিসংঘ ইএসসিএপি'র নির্বাহী সচিব কাভেহ জাহেদি অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি জোর দেন। তিনি বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উন্নয়ন হচ্ছে জাতিসংঘ ইএসসিএপি'র কাজের একটি প্রধান অংশ। এ সহযোগিতা ইএসসিএপি'র সদস্য দেশের সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারে এবং সদস্য দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় উত্সাহ দিতে পারে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040