ইউরোর আন্তর্জাতিক মর্যাদা বাড়াতে চায় ইইউ
  2018-09-13 13:24:37  cri

সেপ্টেম্বর ১৩: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইউঙ্কার গতকাল (বুধবার) ইইউ জোটের দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, বিশ্বে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যৌথভাবে ইউরোর আন্তর্জাতিক মর্যাদা উন্নীত করা উচিত্। তিনি যুক্তরাজ্যের সঙ্গে 'ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার' বিষয়ে একমত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।

বুধবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্টের বার্ষিক সম্মেলনে তিনি বলেন, বর্তমান অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতিতে ইউরোপের ক্ষমতা আরো মজবুত করা উচিত। যেমন ইইউ'র মুদ্রা ইউরোর আন্তর্জাতিক ভূমিকা আরো শক্তিশালী করা উচিত। পাশাপাশি মার্কিন ডলারের ওপর বেশি নির্ভর করা উচিত না। তিনি বলেন, ইউরোপ প্রতি বছর ৩০০ বিলিয়ন ইউরো মূল্যের তেল আমদানি করে; কিন্তু এর ৮০ শতাংশ মার্কিন ডলার দিয়ে কেনা হয়। অথচ মাত্র ২ শতাংশ জ্বালানি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে ইইউ। ব্যাপারটা খুবই অদ্ভুত! আরো অদ্ভুত ব্যাপার হলো, ইউরো নয় বরং মার্কিন ডলার দিয়ে ইউরোপীয় কোম্পানি ইউরোপে উত্পাদিত বিমান কিনে! তাই ইইউকে শক্তিশালী করতে হলে, অর্থনীতি ও মুদ্রা সংযুক্ত করতে হবে।

যুক্তরাজ্যের ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে ইউঙ্কার বলেন, ব্রিটিশ সরকারের জানা উচিত, আলাদা হওয়ার পর তারা আর ইইউ'র সদস্য থাকবে না। তাই সদস্য দেশের মত সুবিধা পাবে না। তবু প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি ও সুষ্ঠু হয়, ইইউ সর্বোচ্চ চেষ্টা চালাবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040