'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং চীন-আসিয়ান মেলার ভূয়সী প্রশংসা করেছেন আসিয়ানের শীর্ষনেতারা
  2018-09-13 11:03:28  cri
সেপ্টেম্বর ১৩: চার দিনব্যাপী '১৫তম চীন-আসিয়ান মেলা' এবং 'চীন-আসিয়ান বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ'সংক্রান্ত শীর্ষসম্মেলন গতকাল (বুধবার) চীনের কুয়াংসি প্রদেশের নাননিং শহরে শুরু হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে, 'যৌথভাবে ২১ শতকের সামুদ্রিক রেশমপথ গঠন এবং চীন-আসিয়ান ন্যবত্যাপ্রবর্তন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গড়ে তোলা।' উদ্বোধনী অনুষ্ঠানে চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং 'চীন-আসিয়ান মেলা'র ভূয়সী প্রশংসা করেছেন আসিয়ানের বিভিন্ন দেশের শীর্ষনেতারা।

লাওসের উপ-প্রধানমন্ত্রী বলেন, চীন-আসিয়ান বাণিজ্য সম্পর্ক আরও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ। বিশেষ করে 'এক অঞ্চল, এক পথ' নীতিগত কাঠামোতে ধারাবাহিক গুরুত্বপূর্ণ প্রকল্প কার্যকরভাবে আঞ্চলিক অর্থনীতির অব্যাহত উন্নয়ন এগিয়ে নিয়েছে। আসিয়ানের বিভিন্ন দেশের উচিত চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকার সর্বোচ্চ সহযোগিতা জোরদার করা।

মিয়ানমারের ভাইস-প্রেসিডেন্ট বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে গুরুত্ব দেয় মিয়ানমার। বেসরকারি মৈত্রী, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040