উত্তর-পূর্ব এশিয়ার অর্থনৈতিক বৃত্ত গঠনে নতুন চালিকাশক্তি যুগিয়েছে চীন
  2018-09-13 10:28:33  cri
সেপ্টেম্বর ১৩: উত্তর-পূর্ব এশিয়ার অর্থনৈতিক বৃত্ত গঠনে নতুন চালিকাশক্তি যুগিয়েছে চীন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) চতুর্থ ইস্টার্ন ইকনমিক ফোরামে 'দূর প্রাচ্য উন্নয়নের নতুন সুযোগ যৌথভাবে ভাগাভাগি করা এবং উত্তর-পূর্ব এশিয়ার সুন্দর ভবিষ্যত্ গড়ে তোলা' শীর্ষক ভাষণ দিয়েছেন। ভাষণে নতুন পরিস্থিতিতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নিতে চারটি বিষয় উল্লেখ করা হয়। এগুলো হলো: পারস্পরিক আস্থা জোরদার করা, সহযোগিতা গভীরতর করা, পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় করা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি পোষণ করা। এটি উত্তর-পূর্ব এশিয়ার অর্থনৈতিক বৃত্ত গঠন এবং এ অঞ্চলের বহুমুখী ও অবিরাম উন্নয়নকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং নতুন চালিকাশক্তি যুগিয়েছে।

উত্তর-পূর্ব এশিয়ার মধ্যে রয়েছে চীন, রাশিয়া, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও জাপান- এই ৬টি দেশ। মোট লোকসংখ্যা বিশ্বের ২৩ ভাগ এবং মোট অর্থনীতির পরিমাণ বিশ্বের ১৯ শতাংশ। ২০১৫ সালে ইস্টার্ন ইকনমিক ফোরাম গঠিত হয়। এটি উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের সহযোগিতার নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে। বর্তমানে এটি বিশ্বে সবচেয়ে সুপ্ত শক্তিসম্পন্ন অঞ্চল ও দ্রুত আর্থিক প্রবৃদ্ধির অঞ্চল।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040