'এক অঞ্চল, এক পথ' সেমিনারে উপস্থিত বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত
  2018-09-13 09:49:37  cri

সেপ্টেম্বর ১৩: গতকাল (বুধবার) রাজধানী ঢাকায় বাংলাদেশ শান্তি ও নিরাপত্তা কৌশল গবেষণাগারের উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ' এশিয়া অঞ্চল-সংক্রান্ত সেমিনারে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং জুও। নেপাল, শ্রীলংকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ ও পণ্ডিত সেমিনারে ভাষণ দেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রদূত চাং বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ভবিষ্যত উজ্জ্বল; এ উদ্যোগ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ব্যাপক সমর্থন পেয়েছে। বর্তমানে চীন-বাংলাদেশ সম্পর্ক এ উদ্যোগের যৌথ নির্মাণের ফসল। চীন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা গভীর করে এ উদ্যোগ নির্মাণে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির গঠনে অবদান রাখতে আগ্রহী।

এ উদ্যোগ সম্পর্কে পাঁচটি পরামর্শ দেন রাষ্ট্রদূত চাং। শান্তিপূর্ণ সহযোগিতায় অবিচল থেকে কৌশলগত আস্থা জোরদার করা, পারস্পরিক উপকারিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিভিন্ন দেশের জনগণের কল্যাণ করা, সহনশীল ও উন্মুক্তকরণের অংশীদারি নেটওয়ার্ক গড়ে তোলা, নব্যতাপ্রবর্তনের মাধ্যমে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করে পারস্পরিক অভিজ্ঞতা শেখা।

সেমিনারে অংশগ্রহণকারীরা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ, অবকাঠামো নির্মাণ, যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এবং এ উদ্যোগের অর্জিত সাফল্যের প্রশংসা করেছেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশ এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়ে পারস্পরিক উপকারিতামূলক অংশীদারে পরিণত হবে বলে আশা করেন সেমিনারের বক্তারা।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040