চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে ফার ইস্ট ও উত্তর-পূর্ব এশিয়ার আরও উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান সি চিন পিং'র 
  2018-09-12 19:30:27  cri
সেপ্টেম্বর ১২: আজ (বুধবার) রাশিয়ার ভ্লাদিভস্তকে চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে ভাষণ দেওয়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, একে অপরের উপকারিতা অর্জনের পাশাপাশি ঐতিহ্যবাহী মৈত্রী সুসংবদ্ধ এবং সমন্বিত উন্নয়ন সাধনের জন্য যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক, যাতে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন করা যায়।

সি চিন পিং বলেন, চীন বরাবরই রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের সহযোগিতার ব্যাপারে সমর্থন ও অংশগ্রহণ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দুদেশের এ অঞ্চলে সহযোগিতায় ব্যাপক সফলতা অর্জিত হয়েছে। তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চলতি ও আগামী বছরকে স্থানীয় সহযোগিতা ও আদান-প্রদান বছর হিসেবে নির্ধারণ করেছেন। তিনি বলেন, চীন রাশিয়ার সঙ্গে অবকাঠামো নির্মাণ, জ্বালানি, কৃষি, পর্যটনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা চালাতে চায়, যাতে চীন-রাশিয়া ফার ইস্ট সহযোগিতা আরও মজবুত হয়।

পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চারটি উদ্যোগ গ্রহণ করেছেন সি। সেসব উদ্যোগ হচ্ছে, বিভিন্ন পক্ষের একে অপরের আস্থা বাড়ানো, সহযোগিতা জোরদার, একে অপরের কাছে অভিজ্ঞতা গ্রহণ এবং সমন্বিত উন্নয়ন সাধন করা।

উল্লেখ্য, এসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মঙ্গোলীয় প্রেসিডেন্ট খাল্টমা বাট্টুলগা, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন উপস্থিত ছিলেন।

(রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040