মার্কিন কোম্পানি কেন দেশে ফিরে যেতে চায় না?
  2018-09-12 18:52:13  cri

সেপ্টেম্বর ১২: ১১৪ বছরের ইতিহাসের অধিকারী মার্কিন পুরাতন গাড়ি ব্র্যান্ড ফোর্ড সম্প্রতি চীনে উত্পাদিত একটি গাড়ি যুক্তরাষ্ট্রে বিক্রয় করার পরিকল্পনা বাতিল করে। কারণ চীনে রপ্তানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্প আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং এ শুল্ক যোগ দিলে যুক্তরাষ্ট্রে এ গাড়ির দাম অনেক বেশি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, যদি ফোর্ড যুক্তরাষ্ট্রে এ গাড়ি উত্পাদন করে তাহলে কোনো শুল্কের প্রয়োজন হবে না। কিন্তু ফোর্ড ১০ সেপ্টেম্বর জবাবে জানায়, তাদের যুক্তরাষ্ট্রে এ গাড়ি উত্পাদন করার কোনো পরিকল্পনা নেই।

পাশাপাশি, মার্কিন বৃহত্তম বিজ্ঞান ও প্রযুক্তিগত কোম্পানি অ্যাপল সম্প্রতি মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি অফিসে একটি চিঠি পাঠিয়ে জানিয়েছে, যদি চীনের ২০ হাজার কোটি মূল্যের পণ্যের ওপর অতিরিক্ত শুল্প আরোপ করে যুক্তরাষ্ট্র তাহলে অ্যাপল পণ্যের উত্পাদন ব্যয় অনেক বাড়বে এবং বিশ্ব প্রতিদ্বন্দ্বিতায় তারা প্রতিকূল অবস্থায় থাকবে। এমন প্রেক্ষাপটেও অ্যাপল কারখানা যুক্তরাষ্ট্রে ফিরে আনতে চায় না।

দুটি মার্কিন কোম্পানির এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হল অর্থনীতির বিশ্বায়নের প্রেক্ষাপটে তাদের পণ্য চীনে অ্যাসেম্বলি করা হলে সর্বোচ্চ কর্মক্ষমতা ও সবচেয়ে নিম্ন ব্যয় বাস্তবায়ন হতে পারে।

চীন টানা ৯ বছর ধরে বিশ্বের বৃহত্তম গাড়ি বিক্রির বাজারের অবস্থান ধরে রেখেছে, চলতি বছরের প্রথমার্ধে চীনে ফোর্ড এফ ধারাবাহিক গাড়ির বিক্রয় পরিমাণ ৫৪০ হাজারটি। অন্যদিকে, অ্যাপলের ২০০টি সরবরাহকারী কোম্পানির মধ্যে ৩৪টি চীনা মূল ভূখণ্ড ও হংকংয়ের এবং হংকং ৭টি কোম্পানির কারখানা সবই চীনা মূল ভূখণ্ডে অবস্থিত।

দুটি কোম্পানির সিদ্ধান্ত প্রমাণ করে যে বাণিজ্য যুদ্ধের মাধ্যমে মার্কিন কোম্পানি দেশে ফিরে আনা এবং বেশ কর্মসংস্থান সৃষ্টি করা তা অসম্ভব। বিশ্বে চীনের মতো বাজার আর নেই সেখানে বিশ্বের পেশাদার কর্মী, প্রকৌশলী ও গবেষণা দল আছে এবং নানা দেশের কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য ভাল অবকাঠামো ও পণ্য স্থানান্তরসহ গুরুত্বপূর্ণ উত্পাদন উপাদান দেয়া হয়।(শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040