সুরের ধারায়--চীনা গায়িকা আলান
  2018-09-13 16:00:27  cri



আজকের অনুষ্ঠানে চীনের গায়িকা আলেনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আলেন চীনা গায়িকা হলেও প্রথমে তিনি জাপানে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বেশ জনপ্রিয়তা পান। তিনি তার উচ্চস্বর ও শক্তিশালী কণ্ঠের জন্য বিখ্যাত। সেই সঙ্গে রয়েছে সুন্দর ও মিষ্টি চেহারা। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে আলেনের কিছু গান শুনবো।

আলেনের পুরো নাম আলেন তাওয়া তলমা। তিনি ১৯৮৭ সালে চীনের সিছুয়ান প্রদেশের খাংতিং শহরে জন্মগ্রহণ করেন। তিব্বতি মানুষ হিসেবে, আলেন তিব্বতি জাতির বিশেষ সংগীত প্রতিভা আয়ত্ত করেন। ৮ বছর বয়সে আলেন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আর'হু বাজান ও গানের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। মাত্র ৯ বছর বয়সে একটি টিভি সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। মাধ্যমিক শ্রেণীতে তিনি সংগীত স্কুলে পড়েছেন। ভালো পারফরমেন্সের জন্য ১৬ বছর বয়সে আলেন চীনের গণমুক্তিফৌজের আর্ট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে গান গাওয়া শিখেন।

২০০৬ সালে জাপানের বিখ্যাত আন্তর্জাতিক সংগীত কোম্পানি 'আবেক্স' আলেনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এভাবেই আলেন জাপানে তার সংগীত জীবন শুরু করেন।

২০০৭ সালে আলেন তার প্রথম গান 'আগামীকালের প্রশংসা' প্রকাশ করেন। গানটি জাপানি ভাষায় হলেও তাতে চীনের তিব্বতি সংগীতের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। গান প্রকাশের পরপরই তা অনেক জনপ্রিয় হয়।

২০০৮ সালে আলেন তার দ্বিতীয় অ্যালবাম এবং চীনে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আর চীনা অ্যালবামের গান 'মানসিক যুদ্ধ' চীনের বিখ্যাত চলচ্চিত্র 'red cliff'-এর থিম সং। গানটি অনেক জনপ্রিয় হয় এবং সেই বছরের সংগীত পুরস্কার জয় করে।

চলচ্চিত্র 'red cliff' চীনের ইতিহাসের ত্রিরাজ্য সময়ের বিখ্যাত গল্প অনুসারে তৈরি হয়েছে। চলচ্চিত্রে দেখা যায়, সে সময় দেশ দখল করার জন্য তিন রাজ্যের যুদ্ধ কৌশল ও বুদ্ধির লড়াই। বন্ধুরা, এখন আলেনের গাওয়া চলচ্চিত্রের আরও একটি গান 'প্রাচীন নদী' শুনবো, গানটি চীনের একটি বিখ্যাত কবিতা অনুসারে তৈরি করা হয়েছে। এর জাপানি সংস্করণ জাপানে নতুন সেলস রেকর্ড সৃষ্টি করেছে, আশা করি গানটি আপনারা পছন্দ করবেন।

আলেন প্রধানত জাপানে কাজ করেছেন। তার অনেক গান জাপানি ভাষায় রচিত। তবে তিনি সবসময় চীনের তিব্বতি সংগীতের বৈশিষ্ট্য বজায় রেখেছেন। আর তার কণ্ঠও অনেক বৈশিষ্ট্যময়। এশিয়ার এত গায়কের মধ্যে তিনি বিশেষ একজন। আর এ কারণেই জাপানে ও চীনে আলেন এতটা জনপ্রিয় হয়েছেন।

জাপানকে 'চেরিফুলের রাজ্য' বলা হয়। চেরিফুল জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। বন্ধুরা, এখন শুনুন আলেনের গান 'চেরিফুল'। তিনি চীনা বৈশিষ্ট্যময় পদ্ধতি ও কণ্ঠে এই গান গেয়েছেন।

বন্ধুরা, এবার আমরা শুনবো আলেনের একটি চীনা গান- 'the Persistence of Thoughts'। গানটি হচ্ছে চীনের একটি জনপ্রিয় টিভি সিরিজের থিম সং। গানে প্রাচীনকালে এক সম্রাটের প্রেমের গল্প বলা হয়েছে। গানটি দুঃখের হলেও এর সুর অনেক সুন্দর।

গান গাওয়ার পাশাপাশি আলেনও অনেক সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। আলেনের কণ্ঠ খুব শক্তিশালী, তবে তার অভিনয় অনেকে মিষ্টি এবং বৈচিত্র্যময়। বন্ধুরা, এখন শুনবো আরেকটি টিভি সিরিজের থিম সং 'ছিয়ান কু'। এটিও একটি চীনা বৈশিষ্ট্যময় গান; আশা করি শুনতে ভালো লাগবে।

অনুষ্ঠান শেষে আমরা আলেনের আরও একটি সুন্দর গান 'আমার জ্যোৎস্না' শুনবো। গানে ভালোবাসা এবং জীবন নিয়ে শিল্পীর মনোভাব প্রকাশিত হয়েছে। গান শুনলে এর পেছনের শক্তি অনুভব করা যায়। আশা করি আলেনের গান আপনাদের পছন্দ হচ্ছে।

 

(তুহিনা/তৌহিদ)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040