ভ্লাদিভস্তকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের কাঠামোতে সাব-ফোরামে চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালকের ভাষণ
  2018-09-12 16:21:27  cri

সেপ্টেম্বর ১২: আজ (বুধবার) রাশিয়ার ভ্লাদিভস্তকে চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামের আওতায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের কাঠামোতে 'এশীয় মিডিয়ার পূর্বাভাস' শিরোনামে সাব-ফোরামে মূল ভাষণ দিয়েছেন চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং।

ভাষণে শেন হাই সিয়োং বলেন, নতুন যুগে এশীয় গণমাধ্যমের উচিত কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা এবং এশিয়ার পক্ষ থেকে আওয়াজ দেওয়া।

তিনি বলেন, চলতি বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী। গত ৪০ বছরে এশিয়া এমনকি বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা ছাড়া চীন সংস্কার ও উন্নয়নে এতো অগ্রগতি অর্জন করতো না। প্রেসিডেন্ট সি চিন পিং'র উত্থাপিত এশিয়া ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ মানবজাতির লক্ষ্য-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ চিন্তাধারা।

তিনি আরও বলেন, এশিয়ার বিভিন্ন দেশ একে অপরের ওপর নির্ভরশীল। অঞ্চলটির বিভিন্ন দেশে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি সংক্রান্ত চিন্তাধারা সম্প্রসারণ এবং সহযোগিতামূলক উন্নয়নে সর্বোচ্চ শক্তি যোগানোর ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন শেন হাই সিয়োং।

(রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040