রাশিয়ার ভ্লাদিভস্তকে সি চিন পিং ও শিনজো আবের বৈঠক
  2018-09-12 15:42:05  cri
সেপ্টেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) রাশিয়ার ভ্লাদিভস্তকে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট সি সম্প্রতি জাপানের কানসাই ও হোক্কাইডো অঞ্চলে টাইফুন ও ভূমিকম্পের আঘাতে ব্যাপক হতাহতের ঘটনায় সমবেদনা জানান।

সি চিন পিং বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতিতে জটিল পরিবর্তন ঘটছে। অস্থিতিশীল ও অনিশ্চিত উপাদান বৃদ্ধি পেয়েছে। চীন ও জাপানের উচিত বিশ্বের প্রধান অর্থনৈতিক সত্ত্বা ও এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে যৌথ দায়িত্ব পালন করা, যাতে বিশ্ব ও অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য গঠনমূলক ভূমিকা পালন করা যায়।

তিনি আরও বলেন, চলতি বছর চীন-জাপান শান্তিপূর্ণ বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরের ৪০তম বার্ষিকী। গত ৪০ বছর ধরে দু'দেশের সম্পর্ক স্বাভাবিক পথ অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছে। নতুন পরিস্থিতিতে দু'দেশের উচিত হাতে হাত মিলিয়ে ভালো প্রবণতা বজায় রেখে চীন-জাপান সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন সাধন করা।

জবাবে শিনজো আবে জাপানে টাইফুন ও ভূমিকম্পে দুর্গতদের প্রতি সি চিন পিং'র সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়ন করতে চায়। সেই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত বিষয়ে টোকিও বেইজিংয়ের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ জোরদার করবে বলেও জানান তিনি। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040