শর্ত পূরণ করলে ওয়াশিংটনে পুনরায় কার্যালয় খুলতে পারবে পিএলও: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
  2018-09-12 14:26:31  cri
সেপ্টেম্বর ১২: কিছু শর্ত পূরণ করলে ওয়াশিংটনে ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) তার কার্যালয় পুনরায় খুলতে পারবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নাউয়ার্ট গতকাল (মঙ্গলবার) এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ওই কার্যালয় তাত্পর্যপূর্ণ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র, যাতে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া বেগবান করা যায়। এ শর্ত পূরণ করলে কার্যালয়টি পুনরায় খুলে যাবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার পিএলও'র কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ সংস্থাটি ফিলিস্তিন-ইসরাইল প্রত্যক্ষ ও তাত্পর্যপূণ বৈঠক বেগবান করে নি এবং মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ প্রত্যাখ্যান করেছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040