'সাদা শরৎ'
  2018-09-12 14:06:22  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, প্রথমে শুনুন 'সাদা শরৎ' শীর্ষক একটি গান। গানের কন্ঠশিল্পী হুয়া ছেন ইয়ু ও চেং ই খো। (১)

শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'মুক্ত' নামের একটি গান; গানে কন্ঠ দিয়েছেন শিল্পী লি জৌ চ্য। লি চৌ চ্য ১৯৮০ সালের ২৬ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, গীতিকার এবং অভিনেতা। তিনি বিশেষ করে খুব ভালো প্রেমের গান গাইতে পারেন এবং মানুষকের মনকে মুগ্ধ করেন। আচ্ছা, এখন শুনুন 'মুক্ত' নামের গানটি। (২)

বন্ধুরা, এখন শুনুন কন্ঠশিল্পী লি জৌ চ্য-এর গাওয়া 'গ্রীষ্মকাল' নামের গানটি। বন্ধুরা, বেইজিংয়ে এখন শরত্কাল। গ্রীষ্মকাল কারোর কাছে যৌবনের প্রতীক, কারোর কাছে ফলহীন প্রেম, কারোর কাছে নতুন সূচনা। আপনার কাছে গ্রীষ্মকাল মানে কী? (৩)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি প্রেমের গান; গানের নাম 'মিথ্যা কথা'। গানের কন্ঠশিল্পী লিন ইউ চিয়া। মানুষকে অনেক সময় মিথ্যা কথা বলতে হয়। কেউ কেউ বেশি মিথ্যা বলেন; কারণে-অকারণে মিথ্যা বলেন। আপনি কি মিথ্যা বলেন? কেন মিথ্যা বলেন? আর প্রিয় মানুষকে আপনি কি মিথ্যা বলবেন? গানে আমরা উত্তর খুঁজবো। (৪)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি গান; গানের নাম 'ঘর'। গানের কন্ঠশিল্পী লিউ রুই ছি। গানের কথা এমন: ছোট এবং উষ্ণ এই ঘরে, তুমি আমার সঙ্গে থাকবে; আমাদের চলার পথ হবে মসৃণ। আমরা একই ঘরে থাকব, লিখব যৌথভাবে কবিতা। (৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'অজানা মানুষ' নামের একটি গান। গানে কন্ঠ দিয়েছেন শিল্পী মেং ফান মিং। গানের কথা এমন: এই প্রেমের সম্পর্ক থেকে বের হবার কোনো পথ আমার নেই। তোমার হাতে আমার হৃদয়। নাকচের অধিকার নেই, শুধু তোমার কাছে থাকতে চাই।

আচ্ছা, শুনুন গানটি। (৬)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন খুব সুন্দর একটি গান। গানের নাম 'ছোট নৌকা'। গানের কন্ঠশিল্পী সিয়া সিয়াও হু। গানের কথা এমন: একটি ছোট নৌকা, আস্তে আস্তে চলে যাচ্ছে। সব কঠিনতা অতিক্রম করে এই বিশ্বে ভেসে আছে। হাজার হাজার পাহাড় পার হয়ে গেছে, কোথাও এই নৌকা থেমে যায় না। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি আরেকটি মিষ্টি গান। গানের নাম 'সবচেয়ে ভালো'। গানের কন্ঠশিল্পী শুয়েই জি ছিয়ান। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040