চীনে চতুর্থ আন্তঃদেশীয় হিমালয় উন্নয়ন ফোরাম অনুষ্ঠিত
  2018-09-12 11:04:12  cri
সেপ্টেম্বর ১২: গতকাল (মঙ্গলবার) চীনের ইউননান প্রদেশে অনুষ্ঠিত হলো, 'চতুর্থ আন্তঃদেশীয় হিমালয় উন্নয়ন ফোরাম'। ইউননানের 'তেহুং' তাই সংখ্যালঘু জাতির 'চিংফো' স্বায়ত্তশাসিত অঞ্চলের মাং শহরে এর আয়োজন করা হয়। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য, 'ধারণা থেকে বাস্তবতা'।

চীন, আফগানিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার কর্মকর্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীক প্রতিনিধিরা এ ফোরামে অংশ নেন। তাঁরা এই অঞ্চলের যৌথ উন্নয়ন জোরদার করা, অবস্থার সমন্বয়, নীতি উন্নয়ন এবং অবিরাম উন্নয়ন ও যৌথ সমৃদ্ধির আন্তঃদেশীয় হিমালয়সংক্রান্ত অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।

লংকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব সুমিথ নাকানডালা মনে করেন, আন্তঃদেশীয় হিমালয় উন্নয়ন ও সহযোগিতার মধ্যে সম্পদ, জ্বালানি, জলসেচ, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, সংস্কৃতি, মানবিক বিনিময়, পর্যটন ও শিক্ষাসহ বিভিন্ন বিষয় রাখা উচতি।

২০১৫ সালের অগাস্টে প্রথম আন্তঃদেশীয় হিমালয় উন্নয়ন ফোরাম অনুষ্ঠিত হয়। এই ফোরাম ইতোমধ্যেই চীন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ও বন্ধনে পরিণত হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040