চতুর্থ তিব্বতি পর্যটন ও সাংস্কৃতিক আন্তর্জাতিক মেলা শেষ হয়েছে
  2018-09-12 10:22:27  cri
সেপ্টেম্বর ১২: চতুর্থ তিব্বতি পর্যটন ও সাংস্কৃতিক আন্তর্জাতিক মেলা বা তিব্বতি মেলা গতকাল (মঙ্গলবার) তিব্বতের রাজধানী লাসা শহরে শেষ হয়েছে। এর মূল প্রতিপাদ্য হচ্ছে 'নতুন তিব্বত ভ্রমণ করা এবং তৃতীয় মেরু রক্ষা করা'।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে এই তিব্বতি মেলা অনুষ্ঠিত হয়। গত ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত তিব্বতের লাসা ও লিনচি'তে এ মেলার আয়োজন করা হয়।

এবারের তিব্বতি মেলায় ৩০০টি বুথ ছিল। দেশের ১৪৫টি শিল্পপ্রতিষ্ঠান এবং নেপাল, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের ৯৬টি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নেয়। সেই সঙ্গে তিব্বতি মেলা চলাকালে 'সরকারি শিল্পপ্রতিষ্ঠানের সাহায্যে তিব্বতের দারিদ্র্যমোচন' শীর্ষক সম্মেলন ও স্বাক্ষর অনুষ্ঠান, চীনের 'পৃথিবীর তৃতীয় মেরু'—২০১৮, পর্যটন ও সংস্কৃতিসংক্রান্ত শীর্ষফোরাম এবং তিব্বতি মালভূমির অর্থনীতিসংক্রান্ত শীর্ষফোরামসহ ধারাবাহিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040