চায়না মিডিয়া গ্রুপ ও রুসিয়া সেভোদনির সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর
  2018-09-12 09:53:11  cri

 

সেপ্টেম্বর ১২: গতকাল (মঙ্গলবার) চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাও সিওং ও রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রুসিয়া সেভোদনির প্রধান দিমিত্রি কিসেলিয়ভ রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে এক অনুষ্ঠানে দেখা করেছেন। তাঁরা 'চায়না মিডিয়া গ্রুপ ও রুসিয়া সেভোদনির আন্তর্জাতিক কৌশলগত সহযোগিতামূলক চুক্তি' স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, তথ্য বিনিময়, যৌথ রিপোর্ট এবং সহযোগিতামূলক প্রচারসহ বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা চালাবে দু'পক্ষ। দু'দেশের গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি এবং দু'দেশের জনগণের মৈত্রী মজবুত করতে মানবিক, অর্থনৈতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে বেইজিং ও মস্কো।

চুক্তিতে বলা হয়, খবর গ্রাহক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেটসহ বিভিন্ন নতুন গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করবে চায়না মিডিয়া গ্রুপ ও রুসিয়া সেভোদনি। সেই সঙ্গে, চীন ও রাশিয়ার মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিটির সংবাদমাধ্যম কাউন্সিলের কাঠামোতে অব্যাহতভাবে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে দু'পক্ষ।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040