ভ্লাদিভস্তকে চীন ও রুশ প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
  2018-09-11 20:31:13  cri
সেপ্টেম্বর ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) ভ্লাদিভস্তকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দু'নেতা একমত হন যে, চলতি বছর থেকে চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নে আরও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে এবং আরও উচ্চ মান ও দ্রুতগতির যুগে প্রবেশ করেছে। বিশ্ব পরিস্থিতির যে পরিবর্তনই ঘটুক না কেন, চীন-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সামনে এগিয়ে যাবে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিজ্ঞ থাকবে।

সি চিন পিং বলেন, চীন ও রাশিয়া অব্যাহতভাবে 'এক অঞ্চল, এক পথ' এবং ইউরেশীয় ইকোনমিক ইউনিয়নের সংযুক্তি ও সহযোগিতা জোরদার করবে এবং জ্বালানি, কৃষি, বিজ্ঞান-প্রযুক্তির নব্যতাপ্রবর্তন ও ব্যাংকিংসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে।

জবাবে ভ্লাদিমির পুতিন বলেন, চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশগ্রহণের জন্য সি চিন পিংকে স্বাগত ও কৃতজ্ঞতা জানান তিনি। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে চীন ও রাশিয়ার অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। দু'দেশ আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে এবং একতরফাবাদের বিরোধিতা করবে, যাতে যৌথ উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হয়। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040