অক্টোবরের মাঝামাঝিতে নির্বাচনকালীন সরকার: সেতুমন্ত্রী
  2018-09-11 19:22:16  cri
অক্টোবরের মাঝামাঝি সময়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গতবারের নির্বাচনকালীন মন্ত্রিসভার সমানই হবে এবারের সরকারের আকার। এতে থাকবে না কোনো টেকনোক্র্যাট মন্ত্রী। অর্থাৎ সুযোগ থাকছে না বিরোধী বিএনপিকে সরকারে অন্তর্ভুক্ত করার। ওবায়দুল কাদের জানান, এরই মধ্যে ৭০ জনকে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়নের সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শরিক দলগুলোর জন্য ৭০টির মতো আসন ছাড়া হবে বলেও জানান তিনি। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নইলে উন্নত চিকিৎসার জন্য হাসাপাতাল নিয়ে আপত্তি তুলতো না তারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040