ভ্লাদিভস্তকে চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
  2018-09-11 16:00:42  cri

সেপ্টেম্বর ১১: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আজ (মঙ্গলবার) বিশেষ বিমান যোগে রাশিয়ার ভ্লাদিভস্তকে পৌঁছে চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ।

স্থানীয় সময় বিকেল আড়াইটায় সি চিন পিংয়ের বিশেষ বিমান ভ্লাদিভস্তক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাশিয়ার উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি হুই বিমানবন্দরে প্রেসিডেন্ট সিকে অভ্যর্থনা জানান।

‌উল্লেখ্য, চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরাম ১১-১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে প্রেসিডেন্ট সি ও প্রেসিডেন্ট পুতিন বৈঠকে মিলিত হবেন। তাঁরা চীন-রাশিয়া অর্থনীতি ও বাণিজ্য, সংস্কৃতি ও আঞ্চলিক বিনিময়সহ নানা অনুষ্ঠানে উপস্থিত হবেন। ফোরামে অংশগ্রহণকারী অন্য দেশের নেতাদের সঙ্গেও সাক্ষাত্ করবেন প্রেসিডেন্ট সি। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040