পূর্ব দিকে তাকিয়ে সৌন্দর্য উপলব্ধি করছে রাশিয়া: সিআরআইয়ের সম্পাদকীয়
  2018-09-11 15:40:18  cri
সেপ্টেম্বর ১১: চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরাম ১১-১৩ সেপ্টেম্বর রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত হবে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও উত্তর-পূর্ব এশীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং ৬০টিরও বেশি দেশের প্রতিনিধিদল এতে অংশ নিচ্ছেন। এবারের ফোরামের আকৃতি ও পর্যায় ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

২০১৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে প্রথম ইস্টার্ন ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে রাশিয়া পূর্ব দিকে তাকানোর বেশকিছু সিদ্ধান্ত নেয়। রাশিয়ার কর্মকাণ্ডে বেশ কিছু গণমাধ্যম সন্দেহ প্রকাশ করে যে, পূর্ব দিকে তাকালে সত্যি নিজের ভবিষ্যত সৃষ্টি করতে পারবে রাশিয়া? সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন দ্রুততর করার সঙ্গে সঙ্গে রাশিয়া এটাকে দেশটির দীর্ঘকালীন কৌশল হিসেবে চিহ্নিত করেছে।

পূর্ব দিকে তাকানোর পর রাশিয়া চীন-রাশিয়া সহযোগিতার মাধ্যমে ব্যাপক কল্যাণ পেয়েছে। বর্তমানে চীন রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলের প্রথম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম বৈদেশিক বিনিয়োগের উত্স দেশ। চীনের বিনিয়োগের পরিমাণ ৪০০ মার্কিন ডলার ছাড়িয়েছে এবং ২৬টি চীনা প্রতিষ্ঠান এ অঞ্চলে শাখা প্রতিষ্ঠা করেছে।

পূর্ব দিকে তাকিয়ে রাশিয়া উত্তর-পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা উপলব্ধি করেছে। ইস্টার্ন ইকোনমিক ফোরাম সফলভাবে তিনবারের মতো অনুষ্ঠিত হয়েছে এবং এ অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত বছর ফোরামের সময় ২ লাখ ৫০ হাজার কোটি রুবল মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলতি বছর এ পরিমাণ ৩ লাখ ৫০ হাজার কোটি রুবল ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

পূর্ব দিকে তাকিয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্রুত গতিতে অর্থনীতি উন্নয়নের সুবিধা উপলব্ধি করেছে রাশিয়া। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল রাশিয়ার ব্যাপক ভোগ্য বাজার এবং সম্ভাব্য বিনিয়োগের উত্স। এর সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে রাশিয়া দ্রুত উন্নয়ন সাধনের প্রচেষ্টা চালাচ্ছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040