খুন মিংয়ে দ্বিতীয় ব্রিক্সদেশগুলোর বিজ্ঞান-প্রযুক্তি ও নব্যতাপ্রবর্তন-বিষয়ক অংশীদারিত্বের কর্মসভা অনুষ্ঠিত
  2018-09-11 15:31:06  cri
সেপ্টেম্বর ১১: দ্বিতীয় ব্রিক্সদেশগুলোর বিজ্ঞান-প্রযুক্তি ও নব্যতাপ্রবর্তন-বিষয়ক অংশীদারিত্বের কর্মসভা গতকাল (সোমবার) চীনের খুন মিংয়ে অনুষ্ঠিত হয়। ব্রিক্সদেশগুলোর প্রতিনিধিরা 'ব্রিক্সদেশগুলোর জনশক্তি সংগ্রহস্থল' গড়ে তোলা সহ নানা বিষয়ে মতবিনিময় করেন। তারা ব্রিক্সদেশগুলোর বিজ্ঞান-প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

ব্রিক্সদেশগুলোর বিজ্ঞান-প্রযুক্তি ও নব্যতাপ্রবর্তন-বিষয়ক অংশীদারিত্বের কর্মদল গত ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং সে বছরের ৯ এপ্রিল ভারতে প্রথমবারের মতো কর্মসভা আয়োজিত হয়। কর্মদল প্রতিষ্ঠার পর থেকে বরাবরই ব্রিক্সদেশগুলোর বিজ্ঞান-প্রযুক্তি ও নব্যতাপ্রবর্তন-বিষয়ক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন, গণজীবিকা উন্নয়ন, টেকসই উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। এতে ইতিবাচক কার্যকারিতা অর্জিত হয়েছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040