প্রথমবারের মতো আকাশে সফলভাবে বিমানে জ্বালানি সরবরাহ ভারতীয় বিমান বাহিনীর
  2018-09-11 15:29:49  cri
সেপ্টেম্বর ১১: ভারতীয় বিমান বাহিনী গতকাল (সোমবার) প্রথমবারের মতো আকাশে সফলভাবে বিমানে জ্বালানি সরবরাহ করে। এ দিন একটি জ্বালানি সরবরাহকারী বিমান ৬০০০ মিটার উঁচুতে একটি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করে।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির উদ্ভাবিত এলসিএ যুদ্ধবিমান সাফল্যের সঙ্গে বিমান বাহিনীর আইএল-৭৮ জ্বালানি সরবরাহকারী বিমান থেকে জ্বালানি গ্রহণ করতে সক্ষম হয়। জানা গেছে, চলতি মাসের ৪ ও ৬ তারিখে দু'বার এ পরীক্ষা চালায় ভারত। সে সময় সফলভাবে জ্বালানি সরবরাহ সম্পন্ন করতে পারেনি। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040