আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন ও সহযোগিতার উপর দৃষ্টি রাখবে চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরাম
  2018-09-11 14:51:31  cri

সেপ্টেম্বর ১১: তিন দিনব্যাপী চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরাম আজ (মঙ্গলবার) রাশিয়ার ভ্লাদিভস্তকে উদ্বোধন হয়। আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন ও সহযোগিতার উপর দৃষ্টি রাখবে এবারের এ ফোরাম। ফোরামে অংশগ্রহণকারীর সংখ্যা, আলোচনার আকার এবং প্রচারসহ নানা ক্ষেত্র আগের চেয়ে অনেক বেড়েছে।

এবার ফোরামের প্রতিপাদ্য হল' দূর প্রাচ্য: আরও সুযোগ'। ৬০টিরও বেশি দেশের সহস্রাধিক প্রতিনিধি ফোরামে অংশ নেন। ফোরাম চলাকালে রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য প্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক দলের মধ্যে ব্যাপক বিষয় নিয়ে আলোচনা হবে।

এবারের ফোরামে প্রথমবারের মতো 'নবায়ন ও উদ্ভাবন' শীর্ষক অনুষ্ঠান স্থাপিত হয়। এতে বিভিন্ন দেশের যুব উদ্যোক্তাদের অর্থনৈতিক প্রকল্প বা পরিকল্পনা তুলে ধরা হবে এবং এর মাধ্যমে তাদের জন্য সহযোগিতার অংশীদার আকর্ষণ করা হবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040