৮টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের হাত থেকে পরিচয়পত্রগ্রহণ করেছেন চীনা প্রেসিডেন্ট
  2018-09-11 14:22:18  cri
সেপ্টেম্বর ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) চীনা গণভবনে ৮টি দেশের নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের হাত থেকে তাদের পরিচয়পত্র গ্রহণ করেছেন।

এই ৮ জন নবনিযুক্ত রাষ্ট্রদূত হচ্ছেন দক্ষিণ সুদানের রাষ্ট্রদূত জন এনড্রুগা দুকু, সাও টোমে এ্যন্ড প্রিন্সিপের রাষ্ট্রদূত ইসাবেল ডোমিঙ্গোস, ডোমিনিকার প্রথম রাষ্ট্রদূত ব্রুনি গারাবিটো, ফিজির রাষ্ট্রদূত মানাসা টাগিকাকিবাউ, চিলির রাষ্ট্রদূত লুইস স্মিট, জার্মান রাষ্ট্রদূত ক্লেমেনস ভন গোজে, সিয়েরা লিয়নের রাষ্ট্রদূত অনেস্ট মবাইমবা সদোমাহিনা এবং ইইউ'র প্রতিনিধি দলের প্রধান নিকোলাস চাপুইস।

নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাদের মাধ্যমে ৮টি দেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান সি চিন পিং। তিনি বলেন, চীন বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে চায় এবং বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক আস্থা জোরদার করে বাস্তব সহযোগিতা এবং আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় জোরদার করে ইচ্ছুক। তিনি আশা করেন, নতুন রাষ্ট্রদূতরা চীন ও তাদের দেশের মধ্যে 'মৈত্রীর সেতু' হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040