'আমাকে জানাও'
  2018-09-11 11:07:38  cri




বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছেন ছি জেন'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৫ সালের ৬ জুন চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি লোকগানের শিল্পী, সুরকার, গীতিকার ও অভিনেত্রী। তিনি ছোটবেলা থেকে ধ্রুপদী সংগীত শেখেন। কিন্তু বড় হওয়ার পর তিনি গিটার শেখা শুরু করেন। ১৯৯৫ সালে তিনি তাইওয়ানের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু কোনো পুরস্কার লাভ করতে পারেননি। তিনি পরবর্তী বছর পুনরায় একই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ২০০১ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি মোট ৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। এ ছাড়াও তার বই প্রকাশিত হয়েছে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমাকে জানাও' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০০ সালে রিলিজ হয়।

বন্ধুরা, শুনছিলেন ছেন ছি চেন'র কন্ঠে 'আমাকে জানাও' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভ্রমণের তাত্পর্য' নামের গান শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। গানটির কথা এমন: 'তুমি এত বেশি সুন্দর দৃশ্য দেখেছো? তুমি এত বেশি সুন্দরী দেখেছো? তুমি রাতের প্যারিস দেখেছো? তুমি তুষারে বেইজিং এসেছিলে। তুমি বইয়ে সত্য পড়েছিলে। কিন্তু তুমি জানো না আমাকে ভালোবাসার কারণ। তুমি জানো না আমার ভালোবাসা কী! তুমি জানো না, কখন আমাকে ভালবাসা শুরু করেছো। তুমি বলতে পারো না, আমাকে ত্যাগ করার কারণ। তুমি বিমানে অনেক দূরে গিয়েছিলে; কিনেছিলে আমার জন্য সুভেনিয়ার। তুমি প্রতিটি সুন্দর দৃশ্যের ছবি সংগ্রহ করেছো। তুমি কামুক দ্বীপকে আলিঙ্গন করো। তোমার স্মৃতিতে রহস্যময় তুরস্ক আছে। তুমি চলচ্চিত্রে সুন্দর ও মিথ্যা দৃশ্য পছন্দ করো, কিন্তু তুমি ভ্রমণের তাত্পর্য জানো না'।

গানটির কথা অসাধারণ। চলুন বন্ধুরা, আর দেরি না-করে শোনা যাক 'ভ্রমণের তাত্পর্য' নামের গানটি।

বন্ধুরা, শুনছিলেন ছেন ছি জেন'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের একটি নারী ব্যান্ড '১২ গার্লস ব্যান্ড'-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ব্যান্ডটি পপ সংগীতের মতো করে চীনের লোকসংগীত পরিবেশন করে থাকে। ব্যান্ডটি ২০০১ সালের ১৮ জুন জাপানে প্রতিষ্ঠিত হয়। ১২ জন চীনা সুন্দরী ব্যান্ডের সদস্যা। ব্যান্ডটি চীন ও জাপানে খুবই জনপ্রিয়। ২০০১ সালের ৫ অক্টোবর ব্যান্ডটি প্রথম বেইজিংয়ের ২১তম শতাব্দী থিয়েটারে কনসার্ট আয়োজন করে। আজকে প্রথমে শোনাবো ব্যান্ডটি'র 'দাবান নগরের মেয়ে' নামের সংগীত। গানটি চীনের সিনচিয়াংয়ের লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন '১২ গার্লস ব্যান্ড'-এর 'দাবান নগরের মেয়ে' নামের সংগীত। ২০০৩ সালের ৭ জানুয়ারি ব্যান্ডটি বেইজিং প্রদর্শনী থিয়েটার হলে কনসার্ট আয়োজন করে। ২০০৩ সালের ২৪ জুলাই ব্যান্ডটি জাপানে প্রথম অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামটি এক দিনে ১০ হাজার কপি বিক্রি হয়। আর দুই মাসে ১০ লাখ কপিরও বেশি বিক্রি হয়। ২০০৪ সালের জানুয়ারিতে জাপানে কনসার্ট আয়োজন করে ব্যান্ডটি। ২০০৪ সালের ১৫ থেকে ১৮ জানুয়ারি ব্যান্ডটি হংকংয়ে চারটি কনসার্ট আয়োজন করে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির লোকসংগীত 'জেসমিং' শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন '১২ গার্লস ব্যান্ড'-এর 'জেসমিং' নামের সংগীত। ২০০৪ সালের জানুয়ারিতে ব্যান্ডটি 'চীনা হাল্কা সঙ্গীত সোসাইটি পুরস্কার'-এর পাঁচটি পুরস্কার লাভ করেছে। একই বছরের ১৮ থেকে ১৯ ফেব্রুয়ারি ব্যান্ডটি শাংহাইতে দু'বার কনসার্ট আয়োজন করে। এক হাজারেরও বেশি জাপানি ফ্যান শাংহাইয়ে এসে কনসার্ট উপভোগ করেছিলেন। ২০০৪ সালের ৩ মার্চ ব্যান্ডটি জাপানে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামটি প্রকাশিত হবার পর এক সপ্তাহ জাপানে বিক্রির তালিকায় প্রথম স্থানে ছিল। এখন আমি আপনাদেরকে শোনাবো ব্যান্ডটির গাওয়া সিনচিয়াংয়ের লোকসংগীত 'তোমার হিজাব' নামের সংগীত। চলুন, আমরা একসঙ্গে সংগীত শুনবো।

বন্ধুরা, '১২ গার্লস ব্যান্ড' ২০০৪ সালের ১ এপ্রিল থেকে ৮ মে জাপানের ২০টিরও বেশি শহরে ৩২টি কনসার্ট আয়োজন করে। ২০০৪ সালের ১১ থেকে ২৮ জুন পর্যন্ত ব্যান্ডটি সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কনসার্ট আয়োজন করে। তখন থেকে ব্যান্ডটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৪ সালের ১৭ অগাষ্ট ব্যান্ডটি যুক্তরাষ্ট্রে অ্যালবাম প্রকাশ করে। ২০০৫ সালের জানুয়ারিতে এশিয়ায় তৃতীয় অ্যালবাম প্রকাশ করে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, '১২ গার্লস ব্যান্ড' চীনের নতুন ভাবমূর্তির প্রতিনিধিত্ব করে। এখন আমি আপনাদেরকে আরেকটি সংগীত।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040