'বেইজিংয়ের বাসিন্দা, বেইজিংয়ে থাকি'
  2018-09-11 10:59:08  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে কন্ঠশিল্পী লাওলাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। লাওলাংয়ের আসল নাম ওয়াং ইয়াং। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ছিলেন চীনের বিশ্ববিদ্যালয়ের প্রথম রক ব্যান্ড 'ব্রোঞ্জ'-এর প্রধান গায়ক। ব্যান্ডটি তখন বেইজিংয়ের বিভিন্ন রক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করতো। প্রথমে শোনাবো লাওলাংয়ের কন্ঠে 'বায়ু ভালবাসা' শীর্ষক গান। গানটি ১৯৯৫ সালে রিলিজ হয়। গানটি একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়েছে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লাওলাংয়ের কন্ঠে 'বায়ু ভালবাসা' নামের গান। ১৯৯৪ সালে তিনি চায়না সেন্ট্রাল টিভি (সিসিটিভি) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। ১৯৯৫ সালে তিনি সিসিটিভি'র বসন্ত উত্সবের অনুষ্ঠানে গান পরিবেশন করেন এবং দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরেকটি গান শোনাবো। গানটি ১৯৯৪ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত লাওলাং সারা চীনের বিভিন্ন টিভি চ্যানেলে সংগীত অনুষ্ঠানে অংশ নেন। তাঁর অ্যালবাম প্রায় ৬ লাখ কপি বিক্রি হয়। ১৯৯৬ সালে তাঁর প্রকাশিত একটি অ্যালবামের প্রতিটি সংগীত এখনো জনপ্রিয়। ২০০২ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। তিনি বিভিন্ন সংগীত উত্সবে গান পরিবেশন করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বেইজিংয়ের বাসিন্দা, বেইজিংয়ে থাকি' নামের গান শোনাবো। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লাওলাংয়ের কন্ঠে 'বেইজিংয়ের বাসিন্দা, বেইজিংয়ে থাকি' নামের গান। লাওলাং বেইজিংয়ের এক সঙ্গীত-পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর মা ছিলেন চীনের কেন্দ্রীয় রেডিওর সিম্ফনি অর্কেস্ট্রার প্রধান। বাবা চীনা মহাকাশ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'যে ভাইটি আমার উপরের দোকানে ঘুমাতে' নামের গান। গানটি লাওলাংয়ের প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয় এবং ১৯৯৪ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী লাওলাংয়ের কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী দং ওয়েন হুয়া'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬২ সালের ২৯ জুন লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিখ্যাত সোফারো গায়িকা, কেন্দ্রীয় সামরিক কমিটির রাজনৈতিক কাজকর্ম বিভাগের গান ও নৃত্য দলের জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী। তিনি আজীবন রাষ্ট্রীয় পরিষদের বিশেষ সরকারি ভাতা উপভোগ করেন। তিনি সামরিক সংস্কৃতির কলেজ, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পিএলএ চীন ও চীনের কনজারভেটিভ অফ মিউজিক থেকে স্নাতক হয়ে মাস্টার ডিগ্রি লাভ করেন। তিনি চীনা জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি, জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, চীনা জাতীয় যুবক ফেডারেশনের স্থায়ী সদস্য, চীনা সুরকার সমিতির সদস্য, চীনা হাল্কা সুরকার সমিতির স্থায়ী সদস্য ও চীনা বিদেশ-যোগাযোগ সমিতির সদস্য ছিলেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সূর্য, চাঁদ ও তারকা' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দং ওয়েন হুয়াং'র কন্ঠে 'সূর্য, চাঁদ ও তারকা' নামের গান। তাঁর কন্ঠে গানগুলো চীনা সংস্কৃতি মন্ত্রণালয়ের 'ওয়েনহুয়া পুরস্কার' ও চীনা প্রচার মন্ত্রণালয়ের পুরস্কার লাভ করে। ১৯৯৯ সালে বিশ্ব চীনা মানুষ এমটিভি সংগীত ও টেলিভিশন প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ লোকসংগীত কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে তিনি 'জনগণের সবচেয়ে প্রিয় শিল্পী' মর্যাদা লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দীর্ঘ মহাপ্রাচীর' নামের গান শোনাবো। গানটি ১৯৯৪ সালে রিলিজ হয়। এখনো গানটি চীনের লোকসংগীত হিসেবে খুবই জনপ্রিয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040