যুক্তরাষ্ট্রে পিএলও'র অফিস বন্ধ করার সিদ্ধান্তে ফিলিস্তিনের নিন্দা
  2018-09-11 10:41:26  cri
সেপ্টেম্বর ১১: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফিলিস্তিনি মুক্তি সংস্থা- পিএলও'র অফিস বন্ধ করার সিদ্ধান্তে ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এই আচরণ ইসরাইলের স্বার্থ রক্ষা। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ইসরাইলের অপরাধ তদন্তের দাবিও জানিয়েছে ফিলিস্তিন।

পিএলও'র নির্বাহী কমিটির সচিব সায়েব এরিকাত বলেন, পিএলও'র অফিস বন্ধ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র পিএলও'র অফিস এবং ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিলেও ফিলিস্তিন আইনগতভাবে ও রাজনৈতিক উপায়ে নিজের অধিকার রক্ষা করবে। এসময় ইসরাইলের অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি দাবি জানান তিনি।

ফিলিস্তিন সরকারও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলে, এই আচরণ আঞ্চলিক অস্থিতিশীলতা ও উত্তেজনা বাড়িয়ে তুলবে।

উল্লেখ্য, পিএলও আন্তর্জাতিক সমাজের স্বীকৃত ফিলিস্তিনের জনগণের একমাত্র আইনি প্রতিনিধি সংস্থা। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও, ১৯৯৪ সাল থেকে ওয়াশিংটনে অফিস প্রতিষ্ঠার অনুমোদন দেয়।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040