দুর্নীতিদমনে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
  2018-09-11 10:40:59  cri
সেপ্টেম্বর ১১: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বিশ্বের বিভিন্ন দেশকে বাস্তব পদক্ষেপ নিয়ে দুর্নীতিদমনের আহ্বান জানিয়েছেন। গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুর্নীতি ও সশস্ত্র সংঘর্ষবিষয়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

গুতেরহিস বলেন, দুর্নীতির কারণে সশস্ত্র সংঘাত, বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। তা ছাড়া, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার সঙ্গে এর সম্পর্ক আছে। দুর্নীতির মাধ্যমে পাওয়া অর্থ চরমপন্থা ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয়। তিনি বলেন, দুর্নীতিদমনে জাতিসংঘ দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘ বিভিন্ন দেশের দুর্নীতিদমন ও পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গঠনে গুরুত্ব দেবে। সেই সঙ্গে 'জাতিসংঘ দুর্নীতিদমন চুক্তি' ভালোভাবে বাস্তবায়নের আহ্বান জানায় সংস্থাটি।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040