চীন-রাশিয়া যৌথ মহড়া শুরু
  2018-09-11 10:38:47  cri
সেপ্টেম্বর ১১: আজ (মঙ্গলবার) রাশিয়ার জাবেইকালস্কি ক্রেতে 'ইস্ট-২০১৮' সামরিক মহড়া শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে চীন ও রুশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনারা যৌথভাবে সামরিক মহড়ায় অংশ নেবেন বলে জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।

রুশ সেনাবাহিনীর চারটি কৌশলগত মহড়ার মধ্যে অন্যতম 'ইস্ট' মহড়ার গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এবারের মহড়ায় চীনা সেনার সংখ্যা প্রায় ৩২০০; বিভিন্ন ধরনের সরঞ্জাম ও গাড়ির সংখ্যা এক হাজারেরও বেশি, বিমান ও হেলিকপ্টারের সংখ্যা ৩০টি।

চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক ও দুই সেনাবাহিনীর বাস্তব সহযোগিতা উন্নয়নে এই সামরিক মহড়া আয়োজন করা হয়েছে। এটি দুই সেনাবাহিনীর যৌথ নিরাপত্তা হুমকি মোকাবিলা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে মনে করেন চীনা কর্মকর্তা।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040