উত্তর কোরিয়ার ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে চীনা নেতা লি চান শু
  2018-09-11 10:25:15  cri
সেপ্টেম্বর ১১: ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর কোরিয়া সফর করেছেন চীনের জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি চান শু। তিনি উত্তর কোরিয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৮ সেপ্টেম্বর বিকেলে উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণসম্মেলনের স্থায়ী কমিটির চেয়ারম্যান, উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির (কেডাব্লিওপি) কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য কিম ইয়োং নামের সঙ্গে সাক্ষাত্ করেন লি। সাক্ষাত্কালে লি বলেন, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যিক মৈত্রী শ্রেষ্ঠ সম্পত্তি। দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অগ্রগতি দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে বলে মনে করেন লি। চীন ও উত্তর কোরিয়া উভয়েই সমাজতান্ত্রিক রাষ্ট্র, দু'দেশের চিন্তাধারায় অনেক মিল রয়েছে। দু'দেশ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে সমাজতান্ত্রিক দায়িত্ব পালন করে সুন্দর ভবিষ্যত গড়ে তুলবে বলে আশা করেন তিনি।

কিম ইয়োং নাম বলেন, সর্বোচ্চ নেতা কিম জং উন ও সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের যৌথ প্রয়াসে দ্বিপক্ষীয় ঐতিহ্যিক মৈত্রী আরো উন্নত হয়েছে। উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর অনুষ্ঠানে সিপিসি'র বিশেষ প্রতিনিধিদলের অংশগ্রহণ দ্বিপক্ষীয় মৈত্রী প্রতিফলিত করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে দুই পার্টির নেতাদের মতৈক্য বাস্তবায়ন করে বিভিন্ন খাতে বিনিময় জোরদার করা হবে বলে আশা করেন কিম।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040