'মনস্তাত্ত্বিক যুদ্ধ'
  2018-09-11 10:42:24  cri



বন্ধুরা, আপনারা হয়তো চীনের বিখ্যাত অভিনেতা জ্যাকি চানকে জানেন, তাই না? তিনি চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক মর্যাদা ও সাফল্য লাভ করেছেন। কিন্তু হয়তো আপনারা জানেন না যে, তিনি একজন বড় মাপের গায়কও। তিনি অনেক সুন্দর সুন্দর গান গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তার কণ্ঠে কয়েকটি গান শোনাতে চাই। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'বিদায় বলা কঠিন' নামের গান। জ্যাকি চান চীনের অন্য তিনজন বিখ্যাত কন্ঠশিল্পীর সঙ্গে গানটি গেয়েছেন। ২০১০ সালে গানটি শাংহাই বিশ্ব মেলার সমাপ্তি সংগীত হিসেবে নির্বাচিত হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জ্যাকি চান'র কন্ঠে 'বিদায় বলা কঠিন' নামের গান। জ্যাকি চান ১৯৫৪ সালের ৭ এপ্রিলে হংকংয়ের সেট্রাল ডিসট্রিক্টে জন্মগ্রহণ করেন। পূর্বপুরুষের বাড়ি আনহুই প্রদেশের উহু। তিনি একজন অভিনেতা, চলচ্চিত্র সম্পাদক, অ্যাকশন নির্দেশক, প্রযোজক, চিত্রনাট্যকার ও কন্ঠশিল্পী। তিনি ১৯৭১ সালে অ্যাকশন অভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দাঁড়াও' শীর্ষক গান শোনাবো। ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমস উপলক্ষে গানটি রিলিজ হয়। জ্যাকি অন্য তিনজন কন্ঠশিল্পীর সঙ্গে গানটি গেয়েছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জ্যাকি চান'র কন্ঠে 'দাঁড়াও' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তোমাকে নিয়ে বাড়িতে যাই' শীর্ষক গান শোনাবো। ২০১০ সালে হাইতিতে আট জন চীনা শান্তিরক্ষী নিহত হয়েছিলেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জ্যাকি ও চীনের বিখ্যাত নারী কন্ঠশিল্পী থান চিং গানটি গেয়েছেন। গানে আট জন বীরকে স্মরণ করা হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জ্যাকি'র কন্ঠে 'তোমাকে নিয়ে বাড়িতে যাই' শীর্ষক গান। ১৯৭৬ সালে তিনি 'নিউ ফিস্ট অব ফিউরি' (New Fist of Fury) নামের চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেন। ১৯৭৮ সালে তিনি অভিনয় করেন 'স্নেইক ইন দা ইগলস শ্যাডো' (Snake in the Eagle's Shadow ) ও 'ড্রাঙ্কেন মাস্টার' (Drunken Master) নামের চলচ্চিত্রে। এখন আমি আপনাদেরকে জ্যাকি'র কন্ঠে 'চীন দেখেছি' শীর্ষক গান শোনাবো। এই গানটিও ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমস উপলক্ষে রিলিজ হয়। চীনা বিখ্যাত নারী কন্ঠশিল্পী থান চিং জ্যাকি'র সঙ্গে গানটি গেয়েছেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জ্যাকি চান'র কন্ঠে 'চীন দেখেছি' শীর্ষক গান। ১৯৮০ সালে তাঁর চিত্রনাট্যে ও এডিটিইংয়ের চলচ্চিত্র 'দি ইয়ং মাস্টার' (The Young Master) হংকংয়ের বার্ষিক বক্স অফিসে শীর্ষস্থান দখল করে। ১৯৮৫ সালে তাঁর অভিনীত চলচ্চিত্র 'সেভেন লাকি স্টারস' (Seven Lucky Stars ) হংকংয়ের বক্স অফিস রেকর্ড ভেঙে দেয়। এখন আমি আপনাদেরকে 'আমি শুধু তোমার ব্যাপারে যত্নশীল' নামের গান শোনাবো। গানটি প্রথমে গেয়েছেন দেং লি জুন। গানটি ১৯৮৬ সালে রিলিজ হয়। কিন্তু এখনো জনপ্রিয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জ্যাকি চান'র কন্ঠে 'আমি শুধু তোমার ব্যাপারে যত্নশীল' নামের গান। ১৯৮৬ সালে তাঁর নিজস্ব সম্পাদনা ও অভিনয়ের অ্যাকশন চলচ্চিত্র 'পুলিশ গল্প' পঞ্চম হংকং চলচ্চিত্রের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। ১৯৯১ সালে তিনি চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন। ১৯৯২ সালে তিনি প্রথম ম্যান্ডারিন ভাষায় অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৩ সালে তিনি ৩০তম তাইওয়ান চলচ্চিত্র উত্সবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'উদ্ধার' নামের গান শোনাবো। গানটি প্রথম গেয়েছেন বিখ্যাত কন্ঠশিল্পী সুন নান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জ্যাকি চান'র কন্ঠে 'উদ্ধার' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অশেষ ভালবাসা' নামের গান শোনাবো। এ গানটি 'দ্য মিথ' চলচ্চিত্রের থিম গান। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেত্রী কিম হি সুন জ্যাকি চেনের সঙ্গে গানটি গেয়েছেন। গানের কথা এমন: 'আমার সবচেয়ে রহস্যময় অপেক্ষা ভেঙ্গে দাও। তারকা পড়ে যাচ্ছে, বাতাস আসছে। দু'টি হৃদয় কাঁপছে। আমার হৃদয়কে বিশ্বাস করো, হাজার হাজার বছর অপেক্ষা করতে থাকবো। তথাপি কত শীতকাল কেটে যাবে, তোমার হাত আমি ত্যাগ করবো না। প্রতি রাতে হৃদয়ে ব্যথা। স্মৃতি শেষ হয় না। তোমাকে বিশ্বাস করি। সেজন্য আমি অপেক্ষা করতে থাকবো। ব্যথায় আমার ভয় লাগে না। শুধু তোমার কোমলতা আমাকে উদ্ধার করতে পারে। ভালবাসা আমাদের হৃদয়ে সবসময় ফুলে পরিণত হয়। স্বপ্ন কখনো ছেড়ে দেবো না। শুধুমাত্র সত্য ভালবাসা আমাদের সঙ্গে থাকবে। ভালবাসা হল আমাদের হৃদয়ে সুন্দর কথা'।

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040