পাকিস্তানের সঙ্গে প্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করতে চায় চীন
  2018-09-10 18:44:59  cri

সেপ্টেম্বর ১০: চীন ও পাকিস্তানের সম্পর্ক পার্টি ও শাসন-প্রণালীর পরিবর্তন অতিক্রম করে স্থিতিশীলতা বজায় রাখে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তান সফরকালে দেশটির নতুন সরকারের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি মতৈক্যে পৌঁছেছেন। পাকিস্তান নতুন সরকারের সঙ্গে দু'দেশের সম্পর্ককে সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্তম্ভ এবং 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণের স্মারক হিসেবে স্থাপন করতে ইচ্ছুক চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ সব কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাকিস্তান সফর শেষ করার পরপরই পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তান সফর করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কেং শুয়াং বলেন, চীন ও পাকিস্তানের সম্পর্ক হল সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক। আন্তর্জাতিক পরিস্থিতি ও যুগ পরিবর্তন হলেও দু'দেশের মৈত্রী পরিবর্তন হয়নি। চীন-পাকিস্তান সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। অন্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তা দু'দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলবে না।(শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040