ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ৮৯ জন সেনাকে গ্রেফতার করবে তুরস্কে
  2018-09-10 18:34:57  cri

সেপ্টেম্বর ১০: ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে জড়িত ৮৯ জন সেনাকে গ্রেফতার করার দাবি জানিয়েছে দেশটির অভিশংসক দফতর। স্থানীয় তথ্যমাধ্যম আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।

এ ৮৯ জনের মধ্যে কয়েকজন এখনও বাহিনীতে চাকরি করছেন।

২০১৬ সালের জুলাই মাসে, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয় এবং এতে ২৫০জন নিহত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কি ধর্মীয় ব্যক্তি ফেতুল্লাহ গুলেন এবং তার নেতৃত্বে গুলেন মুভমেন্ট এ অভ্যুত্থানের প্রধান প্ররোচক বলে মনে করে তুরস্ক। তবে যুক্তরাষ্ট্র গুলেনকে তুরস্কে ফেরত পাঠানোর দাবি প্রত্যাখ্যান করেছে।(শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040