পরিষেবা বাণিজ্যের পরিমাণে ইতিহাসের নতুন রেকর্ড, তিনটি সুবিধা সৃষ্টি হবে
  2018-09-10 18:23:17  cri
সেপ্টেম্বর ১০: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম সাত মাসে পরিষেবার ক্ষেত্রে আমাদানি-রপ্তানির পরিমাণ ২ লাখ ৯৭ হাজার ৫শ ৪০ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যা আনুমানিকভাবে ৯.৯ শতাংশ বেড়েছে। এ পরিমাণ ইতাহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণে ১৫ শতাংশ ছাড়িয়েছে। এর মধ্যে রপ্তানির পরিমাণ ১৪.৬ শতাংশ বেড়েছে এবং আমদানির পরিমাণ ৭.৭ শতাংশ বেড়েছে। বাণিজ্যিক ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ৩৭১০ কোটি ইউয়ান কমেছে।

পরিষেবা চীনের বৈদেশিক বাণিজ্যের বিদ্যমান চালিকাশক্তি হিসেবে তার দ্রুত উন্নয়ন চীন এমন কি বিশ্বের জন্য তাত্পর্যপূর্ণ।

প্রথমত: পরিষেবা ও পরিষেবা বাণিজ্যের ক্ষেত্রে চীন দীর্ঘকাল ধরে পিছিয়ে ছিলো এবং আছে। পরিষেবার ক্ষেত্রে রপ্তানির সামর্থ্য যথেষ্ঠ নয়। একই সঙ্গে চীনের নাগরিকদের ভোগ্য দ্রব্য উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে, যার ফলে গুণগতমান দ্রব্যের ওপর চাহিদা অব্যাহত বাড়বে। বাণিজ্যিক ঘাটতি বেশ কয়েক বছরে বেড়েছে। এমন ভারসাম্যহীন উন্নয়ন পরবর্তীতে পরিষেবার উন্মুক্তকরণের জন্য আরও ঝুঁকি বয়ে এনেছে। চলতি বছরের প্রথমার্ধে চীনের পরিষেবা বাণিজ্য গত ২০১০ সাল থেকে প্রথমবারের মতো বাণিজ্যিক ঘাটতি কমেছে এবং গত জুলাই মাসে এ সুষ্ঠু প্রবণতা বজায় রয়েছে। তাতে প্রতিফলিত হয়েছে যে, চীনের পরিষেবার ক্ষেত্রে আমদানি-রপ্তানির দীর্ঘকালীন ভারসাম্যহীন অবস্থা পরিবর্তিত হতে যাচ্ছে।

দ্বিতীয়ত: পরিসেবা বাণিজ্যের সহজিকরণে চীন পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করেছে, যা সারা চীনে প্রচারণা করা যায় এবং বৈদেশিক বাণিজ্যের জন্য অনুকূল হবে।

তৃতীয়ত: পরিষেবা বাণিজ্যের গুণগতমান ও কার্যকারিতা বাড়ছে, যা অর্থনৈতিক কাঠামোর অব্যাহত সুবিন্যস্ত এবং গুণগতমান উন্নয়নের জন্য নতুন স্তম্ভ প্রদান করেছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040