অগাস্ট মাসে চীনের ভোক্তা মূল্য সূচকের অল্প বৃদ্ধি
  2018-09-10 17:29:56  cri
সেপ্টেম্বর ১০: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত অগাস্ট মাসে চীনের ভোক্তা মূল্য সূচক বা সিপিআই আনুমানিকভাবে ২.৩ শতাংশ বেড়েছে। বৃদ্ধির হার টানা দু'মাসে ২ শতাংশেরও বেশি। এছাড়া পিপিআই আগের মাসের তুলনায় একটু বেড়েছে। বৃদ্ধির হার কিছুটা হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, মৌসুম ও আবহাওয়ার প্রভাব কমে যাওয়ায় আগামীতে চীনের পণ্যের মূল্য বৃদ্ধির চাপও কমে যাবে।

ছোংইউয়ান ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ওয়াং চুন এক সাক্ষাত্কারে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও গ্রীষ্মকালীন ছুটির কারণে এ মূল্য বৃদ্ধি হয়।

বিশেষজ্ঞরা আরও বলেন, দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল আছে। আবহাওয়ার ভালো হলে দ্রব্যমূল্যে স্থিতিশীল বৃদ্ধি বজায় থাকবে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040