বেইজিংয়ে জাতীয় শিক্ষা সম্মেলনে সি চিন পিং'র গুরুত্বপূর্ণ ভাষণ
  2018-09-10 16:54:23  cri
সেপ্টেম্বর ১০: চীনের জাতীয় শিক্ষা সম্মেলন আজ (সোমবার) বেইজিংয়ে শুরু হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

এ দিন চীনের ৩৪তম শিক্ষক দিবস উপলক্ষ্যে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ব্যাপক শিক্ষক ও শিক্ষার সঙ্গে জড়িতদের দিবসটির শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট সি। তিনি বলেন, দীর্ঘকাল ধরে শিক্ষকরা পার্টির শিক্ষামূলক নীতিমালার ভিত্তিতে শিক্ষাদান এবং মানুষ লালন করে দেশের উন্নয়ন ও জাতীয় পুনরুত্থানের জন্য ব্যাপক অবদান রেখে আসছেন। শিক্ষক মানবজাতির আত্মার প্রকৌশলী এবং মানব সভ্যতার উত্তরাধিকারী। তাঁরা জ্ঞান, চিন্তাধারা ও সত্যতা সম্প্রসারণের পাশাপাশি আত্মা, প্রাণ রূপান্তরের কাজের দায়িত্ব পালন করেন। তাই সকলের উচিত শিক্ষকদের শ্রদ্ধা জানানো এবং শিক্ষকদের রাজনৈতিক, সামাজিক ও কর্মক্ষেত্রের অবস্থানের মর্যাদা উন্নত করা। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040