সহজ চীনা ভাষা-'পানি খাওয়ার সময় কুয়া খননকারীকে ভুলো না-যাওয়া'
  2018-09-10 14:47:00  cri
প্রিয় শ্রোতা বন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

আজ আমরা নতুন এক পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য শেখাবো। পাঠের শিরোনাম 'পানি খাওয়ার সময় কুয়া খননকারীকে ভুলো না-যাওয়া'। এর চীনা ভাষা 吃水不忘挖井人chī shuǐ bú wàng wā jǐng rén ।

বন্ধুরা, এই পাঠের অর্থ হলো, ...

রেই জিন শহরের বাইরে একটি ছোট গ্রামের নাম শা চৌ বা।

যখন চীনের মহান নেতা প্রেসিডেন্ট মাও জিয়াং সি প্রদেশে বিপ্লবের নেতৃত্ব দিতেন, তখন তিনি সেখানে থাকতেন।

গ্রামে কোনো পানির কুয়া নেই। খাবার পানি আনতে স্থানীয় মানুষদের অনেক দূরে যেতে হয়!

প্রেসিডেন্ট মাও সেনা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি কুয়া খনন করেন।

এরপর বাসিন্দারা কুয়ার কাছে একটি পাথর-ফলক স্থাপন করে। তাতে লেখা আছে:- পানি খাওয়ার সময় কুয়া খননকারীকে ভুলো না।

বন্ধুরা, এই পাঠও আপনাদের জন্য কিছুটা লম্বা। কিন্তু, কোনো চিন্তা করবেন না। এই পাঠ থেকে কিছু মৌলিক শব্দ শিখলেই হবে।

吃 chī খাওয়া

水 shuǐ পানি

不 bú না

忘 wàng ভুলে যাওয়া, forget

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040