পাক প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2018-09-10 13:42:06  cri

সেপ্টেম্বর ১০: গতকাল (রোববার) ইসলামাবাদে পাকিস্তানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাত্ করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

প্রেসিডেন্ট আলভির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে ওয়াং ই ইসলামাবাদ সফর করছেন। প্রেসিডেন্ট আলভি ওয়াং ই'র মাধ্যমে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট হিসেবে শপথের পর ওয়াং ই হলেন তাঁর সঙ্গে সাক্ষাত্ করা প্রথম বিদেশি অতিথি। গত পঞ্চাশ বছরে চীনের সঙ্গে মৈত্রীর উচ্চ মূল্যায়ন করেন পাক প্রেসিডেন্ট। দু'দেশের বন্ধুত্ব শুধু দুই দেশের উপকারিতার ভিত্তিতে স্থাপিত নয়, বরং জনগণের মন পর্যন্ত প্রসারিত। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ হচ্ছে দূরদর্শিতাপূর্ণ একটি উদ্যোগ। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ইতোমধ্যে পাকিস্তানের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে। পাকিস্তান সরকার এ অর্থনৈতিক করিডোর নির্মাণের অব্যাহত চেষ্টা চালাবে এবং দারিদ্র্য বিমোচন, দূর্নীতিদমন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করবে।

চীনা প্রেসিডেন্টের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে তিনি খুব গর্বিত। তিনি বিশ্বাস করেন, পাকিস্তানের নতুন সরকার নিশ্চয়ই দেশের জন্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করবে। চীন-পাকিস্তান সম্পর্ক অনেক ঝড়ঝাপটা পার হয়ে আরো মজবুত হয়ে উঠেছে। তিনি আশা করেন নতুন সরকারের সঙ্গে আগের মতো ভবিষ্যতেও দু'দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সুষ্ঠু প্রবণতা বজায় রাখবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী দারিদ্র্যবিমোচন ও দূর্নীতিদমনের ক্ষেত্রে চীন সরকারের অভিজ্ঞতা ও পদক্ষেপের কথা তুলে ধরেন। পাকিস্তানের সঙ্গে চীন-পাক অর্থনৈতিক করিডোরসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা আরো ঘনিষ্ঠ করতে ইচ্ছুক চীন।

উল্লেখ্য, পাক পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ওয়াং ই গত ৮ ও ৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর করেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040