জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮২ জনে উন্নীত
  2018-09-10 10:47:23  cri
সেপ্টেম্বর ১০: জাপানের হোক্কাইডোর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে; এখনও নিখোঁজ রয়েছে একজন। সরকারি কর্মকর্তা সুকা ইয়োশিহিদে গতকাল (রোববার) রাতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ-সব তথ্য জানান। পুলিশ, দমকলবাহিনী ও আত্মরক্ষীদল নিয়ে গঠিত উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার কাজ করে যাচ্ছেন।

গত ৬ সেপ্টেম্বর হোক্কাইডোতে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে বিভিন্ন স্থানে ভবন ধসে পড়েছে, পাহাড়ধস হয়েছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৬০০ মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। ৮০০০ পারিবারে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে বর্তমানে দুর্গত এলাকায় বিদ্যুৎব্যবস্থা পুনরায় চালু হচ্ছে। রেলপথ ও বিমান পরিবহন অবস্থাও স্বাভাবিক হয়ে এসেছে।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040