উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাত্ করেছে এনপিসি'র চেয়ারম্যান
  2018-09-10 10:42:39  cri
সেপ্টেম্বর ১০: গতকাল (রোববার) পিয়ংইয়ং সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি চান শু উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে কিম জং উনকে শুভেচ্ছা জানিয়ে সি'র স্বাক্ষরিত চিঠি পৌঁছে দেন লি। চিঠিতে উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০ বছরের মধ্যে অর্জিত অসাধারণ সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। সি উল্লেখ করেন যে, চীন-উত্তর কোরিয়া সম্পর্ক সুসংবদ্ধ ও উন্নত করা চীন সরকার ও সিপিসি'র দৃঢ় অঙ্গীকার। চলতি বছর কমরেড কিম ও প্রেসিডেন্ট সি'র তিন বার বৈঠক ও গুরুত্বপূর্ণ মতৈক্যের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায় উন্মোচনের কথা বলা হয়েছে। ধারাবাহিক মতৈক্য বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার কথাও বলা হয়েছে চিঠিতে।

লি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী দেশের জন্য বড় আনন্দের ব্যাপার। এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি'র বিশেষ প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং চীন সরকার, পার্টি ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। চলতি বছর দু'দেশের শীর্ষনেতার তিন বার বৈঠকের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার প্রত্যাশা করেন লি।

সি'র চিঠির জন্য ধন্যবাদ জানান কিম জং উন। তিনি বলেন, উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে তাঁর দেশ সফররত চীনা প্রতিনিধিদল চীন সরকার ও জনগণের সুন্দর মৈত্রী বয়ে এনেছেন, যা উত্সাহব্যাঞ্জক। দু'দেশের প্রবীণ নেতাদের চেষ্টায় তৈরি ঐতিহ্যিক মৈত্রী শ্রেষ্ঠ সম্পত্তি উল্লেখ করে কিম বলেন, কোরীয় উপদ্বীপের সমস্যার রাজনৈতিক সমাধানের চেষ্টা চলবে এবং চীনের উন্নয়ন-অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করা হবে বলে আশা করেন কিম।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040