৮৬ বছর বয়সী বৃদ্ধা ছু চি লান'র সুখী জীবন
  2018-09-10 09:15:48  cri
বন্ধুরা, ২০১৭ সালে চীনের আইহুই প্রদেশের হ্যফেই শহরে একটি ইন্টেলিজেন্ট বৃদ্ধাশ্রম খোলা হয়। আজকের অনুষ্ঠানে আমরা একজন ৮৬ বছর বয়সী বৃদ্ধা ছু চি লান'র সঙ্গে বৃদ্ধাশ্রমটি ঘুরে দেখবো।

৮৬ বছর বয়সী ছু চি লান ছোট হাতা শার্ট পড়েন। তাঁর চুল ছোট ও সাদা। গত শতাব্দীর ৫০-এর দশকে তিনি ছিলেন একজন নারী-সৈনিক। তাঁর মুখে সুখ ও শান্তির ছায়া। তিনি বলেন, 'এখানে আমার জীবন খুবই শান্ত। আমি যা খেতে চাই, তা অর্ডার করতে পারি। এখানকার সেবা খুবই ভালো। আমার এখানে ভালো লাগে। এখানে আমাকে কোনোকিছু করতে হয় না, কোনোকিছু নিয়ে ভাবতে হয় না।'

বৃদ্ধাশ্রমটির অবস্থান আনহুই প্রদেশের হ্যফেই শহরের ইয়াওহাই এলাকায়। বৃদ্ধাশ্রমটির নাম চিংআনইয়াংছিনইউয়ান। বৃদ্ধাশ্রমটি ২০১১ সালের অক্টোবরে চালু হওয়া চীনের প্রথম ইন্টেলিজেন্ট বৃদ্ধাশ্রম। এখানে ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটার প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বৃদ্ধাশ্রমের প্রধান ছাই মেই এ সম্পর্কে বলেন, 'আমাদের বৃদ্ধাশ্রমের বৈশিষ্ট্য হল ওয়েবসাইট প্লাস ও ইন্টেলিজেন্ট অবসর। আমরা ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটাসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাদান দিয়ে এখানে বৃদ্ধবৃদ্ধাদের সেবা দিয়ে থাকি। আমরা সংস্থার সেবা ও পরিচালন-ব্যবস্থাকে আরও ইন্টেলিজেন্ট করার চেষ্টাও চালিয়ে যাচ্ছি।'

২০১৭ সালে চীনের চারটি বৃহত্তম ইন্টেলিজেন্ট প্ল্যাটফর্মের একটি—আইফ্লাইটেক (IFLYTEK ) লিমিটেটের সমর্থনে চিংআনইয়াংছিনইউয়ান বৃদ্আশ্রম '১+৩+৫+এন' ব্যবস্থা গড়ে তোলা হয়। এ-ব্যবস্থায় ১ মাসে একটি বৃদ্ধিাশ্রম; ৩ মানে নির্মাণ, সেবা ও সরঞ্জাম পরিচালনার ব্যবস্থা; ৫ মানে প্রবীণদের জীবন, স্বাস্থ্য, খাবার, বিনোদন এবং সংস্কৃতি ও কাউন্সেলিং—এই পাঁচটি সেবা; এবং 'এন' পারিবারিক সেবা, কমিউনিটি পেনশন ও সরকারি তত্ত্বাবধানসহ বিভিন্ন সেবা।

কয়েকটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করার পর গত মার্চে ছু চি লান চিংআনইয়াংছিনইয়ান বৃদ্ধাশ্রমে আসেন। এখানে বসবাস শুরু করার আগে ডাক্তার, পুনর্বাসন বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, নার্স ও সমাজকর্মীরা তাঁর সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এবং তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের একটি ইলেক্ট্রনিক ফাইল গড়ে তুলেছে। এই ফাইল অনুসারে বৃদ্ধাশ্রমে তাঁকে বৈশিষ্ট্যময় সেবা দেওয়া হয়। প্রতিদিন তাঁর রক্তচাপ, রক্তে শর্করার উপস্থিতি মাপা হয় এবং ইসিজি করা হয়। ঘুমানোর সময় তাকে স্মার্ট ব্রেসলেট পড়তে দেওয়া হয়, যাতে ঘুমের মধ্যেও তাঁর স্বাস্থ্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্মীরা অবহিত থাকতে পারেন। ডায়াবিটিস ডায়নামিক ম্যানেজমেন্ট সিস্টেমে খাদ্য, শরীরচর্চা ও ঔষধ খাওয়ার ব্যবস্থা আছে তার জন্য। কোনো সমস্যা দেখা দিলেই সংশ্লিষ্ট চিকিত্সকের বোবাইল ফোনের অ্যাপ সতর্কতাসংকেত দেয়। ছু চি লান তাই অনেকটা নিশ্চিত। বৃদ্ধাশ্রমটির প্রধানের সহকারী চাং রু বলেন, 'আমরা প্রত্যেক বৃদ্ধবৃদ্ধার প্রয়োজন পূরণ করার চেষ্টা করি। আমরা বর্তমান ব্যবস্থা ক্রমাগত উন্নতা করে চলেছি। আমরা প্রবীণদের সম্পর্কে আরও ডেটা সংগ্রহ করে তাদের জন্য সঠিক ও আরও যুক্তিপূর্ণ সেবা-পরিকল্পনা প্রণয়ন করব।'

চীন সরকারের উদ্যোগে 'ওয়েবসাইট প্লাস' পরিকল্পনায় 'বুদ্ধিমান ও স্বাস্থ্যকর পেনশন শিল্প উন্নয়ন' অন্তর্ভুক্ত। হ্যফেই শহরের স্থানীয় সরকার সিভিল প্রশাসন, জননিরাপত্তা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিভাগ যৌথভাবে বুদ্ধিমান অবসরের বিগ ডেটা কেন্দ্র ও সেবার তথ্য প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। মেডিকেল পরীক্ষা, চিকিৎসা সেবা, নার্সিং, পুনর্বাসন, উদ্ধার, মানসিক পরামর্শ ও বিনোদনের ক্ষেত্রে 'ওয়েবসাইট প্লাসের' সেবা সরবরাহ করা হয়। হ্যফেই শহরের প্রবীণবিষয়ক অফিসের উপ-পরিচালক ওয়াং সি ইয়ৌ বলেন, 'আমাদের হ্যফেই শহরের সরকার গত বছরের শেষ দিকে 'বুদ্ধিমান অবসর কার্যকর প্রস্তাব'-এর খসড়া প্রকাশ করেছে। ২০২০ সাল পর্যন্ত ১০টি বুদ্ধিমান অবসর দৃষ্টান্ত সড়ক, ১০০টি বুদ্ধিমান অবসর দৃষ্টান্ত এলাকা, ১০ হাজার বুদ্ধিমান অবসর পরিবার, ১০টি বুদ্ধিমান অবসর সেবা সংস্থা ও ৫টি বুদ্ধিমান অবসর শিল্প-প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।'

মাত্র ১০ দিন আগে ছু চি লান তাঁর ৯০ বছরেরও বেশি বয়সী স্বামীকে নিয়ে বৃদ্ধাশ্রমে এসেছেন। বৃদ্ধিাশ্রমে চিকিত্সাসেবা ছাড়াও চিত্তবিনোদনের বিভিন্ন ব্যবস্থা আছে; আছে খেলাধুলার ব্যবস্থা ও বিউটি পার্লার। এ ছাড়াও একানে আছে স্মার্ট সোফা, ম্যাসেজ চেয়ার ও মানুষের সঙ্গে যোগাযোগ করকে সক্ষম রোবট। এসবকিছু বৃদ্ধাশ্রমের প্রবীণদের জীবনকে করেছে নিরাপদ ও সহজ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040