উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে দেশটির শীর্ষনেতার কাছে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন-বার্তা
  2018-09-09 16:15:06  cri
সেপ্টেম্বর ৯: উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে আজ (রোববার) দেশটির শীর্ষ নেতা কিম জং-উনের কাছে অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

বার্তায় বলা হয়, উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি সিপিসি, চীন সরকার, চীনা জনগণ ও ব্যক্তিগত পক্ষ থেকে কিম জং-উনের মাধ্যমে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টি, সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সি চিন পিং বলেন, উত্তর কোরিয়া প্রতিষ্ঠার ৭০ বছরে দেশটি সমাজতান্ত্রিক বিপ্লব ও নির্মাণকাজে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষনেতা কিম জং-উনের নেতৃত্বে দেশটির পার্টি ও জনগণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নানা ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেছে এবং সে সব ব্যবস্থা শক্তিশালী হয়েছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও উত্তর কোরিয়া পাহাড় ও নদী সংলগ্ন সুপ্রতিবেশী দেশ। উত্তর কোরিয়ার সঙ্গে দু'দেশের সম্পর্কের দীর্ঘকালীন স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন সাধন করতে, দু'দেশের জনগণের কল্যাণ বয়ে আনতে ইচ্ছুক চীন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040