ইসলামাবাদে পাকিস্তানের স্পিকারের সঙ্গে ওয়াং ই'র বৈঠক
  2018-09-09 14:17:55  cri

সেপ্টেম্বর ৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শনিবার) ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সঙ্গে বৈঠক করেন।

ওয়াং ই প্রথমে কায়সারের কাছে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি জান শুর অভিবাদন পৌঁছে দেন। ওয়াং ই বলেন, জনগণের মৈত্রী চীন-পাক সম্পর্ক উন্নয়নের ভিত্তি এবং দু'দেশের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সংসদ জনগণের প্রতিনিধি, ওয়াং ই আশা করেন, দু'দেশ আইন প্রণয়ন সংস্থার মধ্যে যোগাযোগ জোরদার করবে, দেশ প্রশাসনের অভিজ্ঞতা ভাগাভাগি করবে এবং জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় এগিয়ে নিয়ে যাবে।

কায়সার বলেন,পাক-চীন অর্থনৈতিক করিডোর পাকিস্তানের অর্থনৈতিক সমাজের উন্নয়ন এবং দু'দেশের সম্পর্কের উন্নয়ন ও আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সহায়ক। করিডোর নির্মাণে পাকিস্তান জাতীয় পরিষদ সার্বিক সমর্থন দেয়। দু'দেশের সাংস্কৃতিক বিনিময় ও আইন প্রণয়ন সংস্থার মধ্যে আদান-প্রদান জোরদার করতে ইচ্ছুক পাকিস্তান এবং দেশ প্রশাসন, দুর্নীতি দমন ও পেশাদার শিক্ষাসহ নানা ক্ষেত্রে তাঁর দেশ চীনের কাছ থেকে শিখতে চায় বলেও উল্লেখ করেন কায়সার। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040